আজ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

Share the post

দেশের প্রাচীনতম ছাত্র সংগঠন ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের অ্যাসেম্বলি হলে ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গৌরবোজ্জ্বল ঐতিহ্যের পাশাপাশি নানা নেতিবাচক সমালোচনার মধ্য দিয়েই এগিয়ে চলছে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠনটি।

দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে পাকিস্তান প্রতিষ্ঠার পরপরই মোহভঙ্গ হয় পূর্ব বাংলার মানুষের। সে তাড়না থেকেই ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন উদীয়মান তরুণ নেতা শেখ মুজিবুর রহমান।

প্রতিষ্ঠার পর থেকে পূর্ব বাংলার স্বাধিকার আন্দোলনের প্রতিটি পর্বে সরব উপস্থিতি ছিল ছাত্রলীগের। ভাষা আন্দোলন, সামরিক শাসনবিরোধী আন্দোলন, শিক্ষা আন্দোলন, ৬ দফা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধ- সব ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে ছাত্রলীগ।

তবে সময়ের পরিক্রমায় দলাদলি, অন্তর্কোন্দল, হামলা-মারামারিসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সমালোচিতও হয়েছে ছাত্রলীগ।

ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর মামুন বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলন পর্যন্ত ছাত্রলীগের ইতিবাচক ভূমিকার ছন্দপতন হয় পরবর্তী সময়ে। এর জন্য সংগঠনের বিভিন্ন সারির নেতাদের আদর্শবিরোধী ও বিতর্কিত কর্মকাণ্ডই দায়ী।

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, সংগঠনের নাম ব্যবহার করে ব্যক্তি স্বার্থ চর্চা কোনভাবেই বরদাশত করা হবে না। সব নেতিবাচকতা ও বিতর্ক পেছনে ফেলে ছাত্র সমাজের সামগ্রিক কল্যাণ নিশ্চিতে কাজ করবে ছাত্রলীগ, এ প্রত্যাশা বর্তমান নেতৃত্বের। একই প্রত্যাশা ইতিহাসবিদদেরও।

৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। সকালে ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের নেতাকর্মীরা।

তাদের মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নতুন সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান উপস্থিত ছিলেন। এ সময় স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নেতারা জানান, আগামীতে যে কোন প্রকার অপশক্তি রুখে দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে রাজপথে থাকবে ছাত্রলীগ। পরে বিশ্বিবদ্যালয় শাখা ছাত্রলীগ ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এদিকে সকাল সাড়ে ৮টার দিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কেক কাটে বাংলাদেশ ছাত্রলীগ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ভারতে ইলিশ রপ্তানি হবে, উপহার হিসেবে নয় : উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

Share the post

Share the postভারতে ইলিশ রপ্তানি হবে, উপহার হিসেবে নয় বলে মন্তব্য করছ্নে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার (২৩ সেপ্টেম্বর)  নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর রেগুলেটর এলাকা পরিদর্শন শেষে এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের এসব কথা জানান । উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশ থেকে ইলিশ এখনো যায়নি। শুধু  রপ্তানি বিষয়ে […]

K English Nest Canada স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠান

Share the post

Share the postবাচ্চাদের Native Speaker এর মতো করে ইংরেজিতে কথা বলা শেখানোর জন্যে প্রথম ২০১৮ সালে গড়ে তুলেছিলাম Kids Club. সেই সময় বাচ্চা এবং অভিভাবকদের অসীম আগ্রহ, আমাকে উৎসাহিত করেছে এই ধারাকে অব্যাহত রাখতে। ২০২২ সালে কানাডা যাওয়ার পর এবং সেখানে স্কুলে কাজ করার মাধ্যমে Native Speaker এর মতো কথা বলার গুরুত্ব আরও বুঝতে পারলাম। […]