আজ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

Share the post

দেশের প্রাচীনতম ছাত্র সংগঠন ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের অ্যাসেম্বলি হলে ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গৌরবোজ্জ্বল ঐতিহ্যের পাশাপাশি নানা নেতিবাচক সমালোচনার মধ্য দিয়েই এগিয়ে চলছে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠনটি।

দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে পাকিস্তান প্রতিষ্ঠার পরপরই মোহভঙ্গ হয় পূর্ব বাংলার মানুষের। সে তাড়না থেকেই ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন উদীয়মান তরুণ নেতা শেখ মুজিবুর রহমান।

প্রতিষ্ঠার পর থেকে পূর্ব বাংলার স্বাধিকার আন্দোলনের প্রতিটি পর্বে সরব উপস্থিতি ছিল ছাত্রলীগের। ভাষা আন্দোলন, সামরিক শাসনবিরোধী আন্দোলন, শিক্ষা আন্দোলন, ৬ দফা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধ- সব ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে ছাত্রলীগ।

তবে সময়ের পরিক্রমায় দলাদলি, অন্তর্কোন্দল, হামলা-মারামারিসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সমালোচিতও হয়েছে ছাত্রলীগ।

ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর মামুন বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলন পর্যন্ত ছাত্রলীগের ইতিবাচক ভূমিকার ছন্দপতন হয় পরবর্তী সময়ে। এর জন্য সংগঠনের বিভিন্ন সারির নেতাদের আদর্শবিরোধী ও বিতর্কিত কর্মকাণ্ডই দায়ী।

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, সংগঠনের নাম ব্যবহার করে ব্যক্তি স্বার্থ চর্চা কোনভাবেই বরদাশত করা হবে না। সব নেতিবাচকতা ও বিতর্ক পেছনে ফেলে ছাত্র সমাজের সামগ্রিক কল্যাণ নিশ্চিতে কাজ করবে ছাত্রলীগ, এ প্রত্যাশা বর্তমান নেতৃত্বের। একই প্রত্যাশা ইতিহাসবিদদেরও।

৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। সকালে ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের নেতাকর্মীরা।

তাদের মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নতুন সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান উপস্থিত ছিলেন। এ সময় স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নেতারা জানান, আগামীতে যে কোন প্রকার অপশক্তি রুখে দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে রাজপথে থাকবে ছাত্রলীগ। পরে বিশ্বিবদ্যালয় শাখা ছাত্রলীগ ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এদিকে সকাল সাড়ে ৮টার দিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কেক কাটে বাংলাদেশ ছাত্রলীগ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নওগাঁর মান্দায় অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

Share the post

Share the post মির্জা তুষার আহমেদ,নওগাঁ :নওগাঁর মান্দায় অবৈধ একটি ইটভাটায় অভিযান চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। সোমবার (১০ মার্চ) সকাল ১১ টায় উপজেলার গণেশপুর ইউনিয়নের নীলকুঠি মোড়ে ভাই ভাই ব্রিকসে এই অভিযান পরিচালনা করা হয়। ভাই ভাই ব্রিকস ইটভাটাটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত হয়ে আসছে।অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের অংশ হিসাবে, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল […]

বাহুবলে অবৈধভাবে তৈরি ২টি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ জেলা প্রতিনিধি।। হবিগঞ্জের বাহুবলে অবৈধভাবে পরিচালিত নিউ রয়েল ব্রিকস ও রবিন ব্রিকস নামে দুইটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। সোমবার (১০ মার্চ) দুপুরে অভিযান চালিয়ে ইটভাটা দুটি ধ্বংস করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রঞ্জিত চন্দ্র দাস। অভিযানকে যৌথবাহিনী সহযোগিতা করে। জেলা প্রশাসন জানিয়েছে, হবিগঞ্জ জেলায় […]