আখাউড়া মসজিদ পাড়া ২৮ রাউন্ড গুলিসহ তিন যুবককে আটক
মোঃ শামীম মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মসজিদ পাড়া (২৮) রাউন্ড গুলি সহ আটক দুইজন এবং সহযোগী সন্দেহভাজন ১জন মোট তিন জনকে আটক করেছে আখাউড়া থানা পুলিশ।
অদ্য ২৫ শে এপ্রিল শুক্রবার জুমার নামাজের পর আনুমানিক দুপুর ২ টা ৩০ মিনিটের সময় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তৎকালীন সঙ্গে সঙ্গে আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে, সহযোগী সহ তিনজনকে আটক করে পুলিশ হেফাজতে নিয়ে যায়। এ বিষয়ে ঘটনাস্থলের পুলিশের কাছে জানতে চাইলে,তিনি বলেন এ বিষয়টি যাচাই-বাছাই করে সঠিক তদন্তের মাধ্যমে আমরা আসল অপরাধী যিনি তাকে খুঁজে বের করে,তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।