

পাবিপ্রবি প্রতিনিধি: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।
শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়।
মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং শেষে প্রধান ফটকে এসে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘এক,দুই,তিন,চার, আওয়ামী লীগ তুই বাংলা ছাড়’, ‘দিয়েছি তো রক্ত,আরও দেবো রক্ত’ এমন নানা স্লোগানে মুখরিত করে তোলে পুরো ক্যাম্পাস।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত ১৫ বছর ধরে আওয়ামী লীগ সরকার দেশের গণতন্ত্রকে ধ্বংস করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। বিরোধী দল ও মতকে দমন করতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে, গুম-খুনের রাজনীতি চালু করেছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দলীয় দখলদারিত্ব চালিয়ে শিক্ষার্থীদের অধিকার হরণ করেছে।
তারা আরও বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হলে দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।স্বৈরাচারী আওয়ামী লীগ শিক্ষা প্রতিষ্ঠানকে দলীয়করণের মাধ্যমে শিক্ষার্থীদের কণ্ঠ রোধ করেছিল। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে দখলদারিত্ব আর অন্যায়ের প্রতিবাদ করলেই হামলা-নির্যাতন চালিয়েছে। আমরা এই আওয়ামী লীগ কে নিষিদ্ধ চাই।