

স্মৃতি আক্তার (ইডেন মহিলা কলেজ) : রাজধানীর সরকারি ইডেন মহিলা কলেজের নতুন উপাধ্যক্ষ হিসেবে নিযুক্ত হলেন অধ্যাপক খালিদা ইয়াসমিন। ০২ জুলাই (বুধবার) শিক্ষা মন্ত্রণালয়,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সরকারি কলেজ-২ শাখার বি.সি.এস এর সাধারণ শিক্ষা ক্যাডার নিয়ে উপাধ্যক্ষ নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।
এছাড়া ২৭ কলেজে অধ্যক্ষ, উপাধ্যক্ষ নিয়োগের ৩ টি আলাদা প্রজ্ঞাপন দেয়া হয়।
অধ্যাপক খালিদা ইয়াসমিন ইতিপূর্বে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজেের পদার্থবিদ্যা বিভাগে কর্মরত ছিলেন।প্রফেসর খালিদা ইয়াসমিন বলেন,”ইডেন আমার পুরনো মায়া, আমার আবেগের জায়গা। এখানেই আমার উচ্চশিক্ষার শুরু। আমি অনার্স সম্পন্ন করেছি ইডেন মহিলা কলেজ থেকে এবং মাস্টার্স করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।”
তিনি আরও বলেন,”১৪তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়ে আমি শিক্ষকতা পেশায় যুক্ত হই। আমার কর্মজীবন শুরু হয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে, সেখানে প্রায় দেড় বছর শিক্ষকতা করেছি। এরপর ইডেন মহিলা কলেজে দশ বছর ধরে শিক্ষকতা করেছি। প্রমোশনের কারণে আমাকে পরবর্তীতে টঙ্গী কলেজে এক বছর এবং নোয়াখালী সরকারি কলেজে দুই বছর দায়িত্ব পালন করতে হয়েছে।
“পরে আমি দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করি। দেশে ফিরে এসে সোহরাওয়ার্দী কলেজে টানা ৮ বছর শিক্ষকতা করি। আর এখন, আবারও সেই প্রিয় ইডেন কলেজে উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেছি এটা যেন আমার ঘরে ফেরা।”আমার খুব ভালো অনুভূতি হচ্ছে।