শেখ মণির ৮৩তম জন্মদিনে চট্টগ্রামে যুবলীগের খাবার ও কম্বল বিতরণ

Share the post

চট্টগ্রাম সংবাদ: বাংলাদেশ আওয়ামী যুবলীগ কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাঈনুল হাসান খান নিখিলের নির্দেশনায় যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে আজ৪ ঠা ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক , মুজিব বাহিনীর প্রধান , বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান , বিশিষ্ট লেখক- সাংবাদিক শহীদ শেখ ফজলুল হক মণি’র ৮৩ তম জন্মদিন উপলক্ষে বেলা ১২ টায় শাহ আমানত (রহ) দরগাহ লেইনে তানজিমুল মুসলেমিন এতিমখানায় দোয়া মাহফিল ও এতিম শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।May be an image of 5 people, people standing and people sitting

হাফেজ মৌলানা ফজলুল কাদেরের পরিচালনায় মাহফিলে আরো উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, মারুফ আহমেদ সিদ্দিকী, ইমতিয়াজ আহমেদ বাবলা, এম রাশেদ চৌধুরী, মারুফুল ইসলাম মারুফ,সাজিবুল ইসলাম সজীব, কৌশিক রায়, সৈয়দ সুলতান, আকবর জুয়েল,আবিদ হাসান,ইফতেখারউদ্দিন ইফতু,পলাশ চক্রবর্তী, রহিত সিং হাজারী,তানিম, সানি দে প্রমুখ।বিকালে আকবর শাহ থানার কাট্টলী নুরুল হক স্কুল মাঠ প্রাঙ্গণে ৩০০ শত দুস্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। যুবলীগ নেতা নুরুল ইসলাম রাসেলের সভাপতিত্বে ও নুরুল ইসলাম রিয়ালের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন আকবর শাহ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আলতাফ,থানা আওয়ামিলীগের সহ-সভাপতিMay be an image of 1 person, sitting, standing, crowd and outdoors লোকমান আলী,যুগ্ন সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন জাহিদ,মহিলা কাউন্সিলর তসলিমা নুরজাহান রুবি, শ্রমিকলীগ নেতা মোকসেদ আলী হাওলাদার, মহিলা আওয়ামীলীগ নেত্রী.. সবিতা বিশ্বাস, সুমা সিংহ,সাজিবুল ইসলাম সজিব, যুবলীগ নেতা রমজান আলী,মোঃমামুন, মাকসুদুর রহমান,মাসুম,আকবর জুয়েল,সৈয়দ সুলতান ফাহিম, আবিদ হাসান, সামিউল, ইফতি,রহিম,জহির,রায়হান, রাসেল।May be an image of 6 people and people standing

এ-সময় দেবাশীষ পাল দেবু বলেন,শেখ ফজলুল হক মনি’র মৃত্যুর প্রায় ছেচল্লিশ বছর পেড়িয়ে গেছে তবু তিনি বাঙ্গালির হৃদয়েউজ্জ্বল আলোকবর্তিকা হিসেবেই বিদ্যমান।শেখ ফজলুল হক মনি ১৯৩৯ সালের ৪ ডিসেম্বর টুঙ্গিাড়ায় ঐতিহাসিক শেখ পরিবারে জন্মগ্রহণ করেন।বঙ্গবন্ধুর নির্দেশে ১৯৭২ সালের ১১ই নভেম্বর বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে বাংলাদেশের প্রথম যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠার মাধ্যমে এদেশে যুব রাজনীতির সূচনা করেন এবং সে সময় তিনি প্রথম সংগঠনটির চেয়ারম্যান নির্বাচিত হন।বর্তমানে তার প্রতিষ্ঠা করা সংগঠনটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সংগঠনের পরিচিতি পেয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

মানবতার ফেরিওয়ালা চট্টগ্রাম মহানগরের উদ্যোগে শীতকালীন কম্বল বিতরণ

Share the post

Share the postচট্টগ্রাম সংবাদ: মানবতার ফেরিওয়ালা চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকে চট্টগ্রাম নগরীর মধ্যরাতে নগরের জামালখান,চকবাজার,চট্টগ্রাম মেডিকেল,ওয়াসা,কাজির দেউড়ি,সিআরবি,দেওয়ানহাট সহ বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়। রাতের আঁধারে এই তীব্র শীতে কষ্ট পাচ্ছে, তাদের কষ্টকে লাঘব করতে এই শীতকালীন কম্বল বিতরণ করা হয়। মানবতার ফেরিওয়ালার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মশিউর রহমানের নির্দেশনা মোতাবেক মানবতার ফেরিওয়ালার চট্টগ্রাম […]

সামাজিক সংগঠন”মানবতার ফেরিওয়ালা” চট্টগ্রাম মহানগরের কমিটি ঘোষণা

Share the post

Share the postচট্টগ্রাম সংবাদ: “মানবতার ফেরিওয়ালা” সামাজিক সংগঠনের কার্যক্রম বৃদ্ধি করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর এর আংশিক কমিটি ঘোষণা করা হয়। গতকাল ১০ই অক্টোবর সামাজিক সংগঠন মানবতার ফেরিওয়ালা সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেইজে মানবতার ফেরিওয়ালা সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মশিউর রহমানের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এই কমিটিঘোষণা করা হয়। উক্ত কমিটিতে সভাপতি নির্বাচিত হন কাজী ইসতিয়াক আলম […]