রোটার‍্যাক্ট সাউথ এশিয়ান এমডিআইও এর প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হলেন বাংলাদেশের জিয়া উদ্দিন হায়দার

Share the post

আন্তর্জাতিক: সাউথ এশিয়ার দেশসমূহ বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, মালদ্বীপ, ভুটান, নেপাল, পাকিস্তান, আফগানিস্তানের রোটার‍্যাক্ট জেলা সমূহকে নিয়েই রোটার‍্যাক্ট মাল্টি ডিস্ট্রিক্ট ইনফরমেশন অরগানাইজেশান। সাউথ এশিয়ার সব দেশ মিলে ৪৩ টি রোটার‍্যাক্ট ডিস্ট্রিক্ট রয়েছে,

মূলত রোটারি আন্তর্জাতিক ও রোটার‍্যাক্ট এর বিভিন্ন তথ্য আদান-প্রদান, ডিস্ট্রিক্ট এর কার্যক্রম এর বিবরণ, রোটার‍্যাক্ট এর মূল উদ্যেশ্য নিয়ে কাজ করে, সারাবিশ্ব ব্যাপী নেটওয়ার্ক তৈরি করে, সর্বোপরি বিশ্বব্যাপী নেতৃত্বচর্চাই মূল উদ্যেশ্য রোটার‍্যাক্ট সাউথ এশিয়ান এমডিআইও।

প্রথম বাংলাদেশী হিসেবে সাউথ এশিয়ান প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে রোটার‍্যাক্ট সাউথ এশিয়ান এমডিআইও এর প্রেসিডেন্ট নির্বাচিত হন রোটার‍্যাক্ট জেলা ৩২৮২ এর পিডিআরআর জিয়া উদ্দিন হায়দার শাকিল।

ভারতের ম্যাঙ্গেলোর শহরে গত ২৫ তারিখ প্রথম বাংলাদেশী হিসেবে রোটার‍্যাক্ট সাউথ এশিয়ান এমডিআইও ২০২২-২৩ এর প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেন পিডিআরআর জিয়া উদ্দিন হায়দার। উক্ত অনুষ্ঠানে রোটার‍্যাক্ট সাউথ এশিয়ান এমডিআইও এর ২০২২-২৩ রোটারি বর্ষের কার্যকরী পর্ষদ দায়িত্ব গ্রহণ করেন। উক্ত অভিষেক অনুষ্ঠানে বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, মালদ্বীপ, ভুটান, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান থেকে প্রায় ৬০০ এরও বেশি রোটারি ও রোটার‍্যাক্ট প্রতিনিধি অংশগ্রহণ করেন। অভিষেক অনুষ্ঠানে রোটার‍্যাক্ট সাউথ এশিয়ান এমডিআইও এর ২০২২-২৩ বর্ষের প্রেসিডেন্ট পিডিআরআর জিয়া উদ্দিন তার কর্মপরিকল্পনা উপস্থাপন করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।

ইন্সটলেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড রোটার‍্যাক্ট কমিটি চেয়ারম্যান রোটারিয়ান রাবি বাদলামনি এবং জোনাল এম্বাসেডর রোটারিয়ান ইয়াতিস, রোটার‍্যাক্ট সাউথ এশিয়ান এমডিআইও প্রেসিডেন্ট (২১-২২) আর্তি গোস্বামী, প্রোগ্রাম চেয়ারম্যান জ্যাকসন, প্রোগ্রাম সেক্রেটারি গাণেশ, ইভেন্ট সেক্রেটারি শশী, হোস্ট ডি আর আর ডেরিয়েলসহ সাউথ এশিয়ার বিভিন্ন দেশ হতে আমন্ত্রিত পিডিআরআর ও ডিআরআর উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ থেকে রোটার‍্যাক্ট জেলা ৩২৮২ এর পিডিআরআর ও আগামীবছরের রোটার‍্যাক্ট সাউথ এশিয়ান এমডিআইও এর ট্রেজারার মোহাম্মদ আব্দুল আহাদ এবং ডিআরআর নমিনি শরীফুল ইসলাম অপু উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated