রিকশা গুঁড়িয়ে দেয়া সেই প্রাইভেটকার চালক গ্রেপ্তার

Share the post

রাজধানীর বেইলি রোডে বেপরোয়া গাড়ি চালিয়ে রিকশাচালক, আরোহী বাবা ও শিশুকে আহত করা প্রাইভেটকার চালককে আটক করেছে পুলিশ। রোববার ভোরে তাকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার হাট বোয়ালিয়া নতুনবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ঢাকায় আনা হচ্ছে।

একইসঙ্গে হাতিরঝিল থেকে প্রাইভেট কারটিও আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত কমিশনার হাফিজ আল ফারুক। তিনি জানান, চালক তাসকিন রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।

অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার গাড়িচালনার লাইসেন্স পাওয়ার সুযোগ নেই। তিনি মগবাজার এলাকায় পরিবারের সঙ্গে থাকেন।

এর আগে, গত শুক্রবার বেইলি রোডে বেপরোয়া প্রাইভেটকারের রিকশা গুঁড়িয়ে দেয়ার ঘটনাটি ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, বেপরোয়া গতিতে ছুটে আসা প্রাইভেট কারের ধাক্কায় মুহূর্তে গুঁড়িয়ে যায় রিকশাটি।

এ সময় রিকশার যাত্রী ফখরুল হাসানের কোলে থাকা তার শিশুসন্তান ছিটকে পড়লে তার পা ভেঙে যায়। হাত ভেঙেছে ফখরুলেরও। আহত হন রিকশার চালকও।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated