কাশবনে অশ্লীলতা, আগুন দিল গ্রামবাসী
শুক্রবার (১ অক্টোবর) রাতে দুর্বৃত্তরা কাশবনের পুরো অংশ আগুন দিয়ে দেয় বলে জানা যায়। কাশবনে আগুন দেওয়ার পর পরই আগুনের ভিডিও ও ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এমন ঘটনার পর নিন্দা ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
দর্শনার্থীরা ওই কাশবনের সৌন্দর্য উপভোগ করার জন্য শুক্রবার সন্ধ্যার দিকে গেলে সেখানে আগুল জ্বলতে দেখেন। এ সময় কাশবনে ঘুরতে আসা পর্যটকরা আগুন নিভাতে সক্ষম হোন। পরে আরেক দফা কাশবনে আগুন দিয়ে পুরো কাশবনটি জ্বালিয়ে দেওয়া হয়।গোলাপগঞ্জের সদর ইউনিয়নের চৌঘরী এলাকার সিলেট-জকিগঞ্জ সড়কের ওয়াসিমা কমিউনিটি সেন্টারের পাশে এই কাশবনটির খবর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দেখে উপজেলার দর্শনার্থীরা এখানে ছুটে আসে। শুক্রবার ছুটির দিনে হাজারও পর্যটকের ঢল নামে কাশবনে।
এদিকে এলাকার একটি সূত্র জানায়, কাশবন দেখার নামে সেখানে অশ্লীলতা বেড়ে যাচ্ছিল তাই এলাকাবাসী কাশবনে আগুন লাগিয়ে দেয়।