

সবুজ মিয়া পাবিপ্রবি প্রতিনিধিঃ গাজাবাসীর উপর ইজরায়েলের বর্বরোচিত হামলার ঘটনা বর্তমানে কারো কাছে নতুন কোনো বিষয় নয়। বরং এটি একটি নিত্য নতুন ঘটনায় রুপ নিয়েছে। বিশ্বের সকল ধর্ম সকল বর্ণের মানুষদের নির্বিশেষে একটা
র্তনাদ যেনো তারা শোনেও শুনছেন না। আগামীকাল বিশ্বব্যাপী হরতাল পালনের আহবান জানিয়েছে আমাদের মজলুম গা’জাবাসী ভাইবোনেরা।তাদের ডাকে সাড়া দিয়ে এবার বিশ্বের সাধারণ মানুষ রা ফিলিস্তিনের পাশে তাদের অবস্থান জানানোর জন্য আগামী ৭ এপ্রিল ২০২৫, “Global Strike For Ga’za” র ঘোষণা দিয়েছেন। এই দিন সবার প্রতি গা’যার গণহ’ত্যা বন্ধ করার দাবিতে বিশ্বের সকল দেশে একযোগে স্কুল,কলেজ,ভার্সিটি, অফিস,আদালত সব বন্ধ রাখার আহবান জানিয়েছেন তারা।
এরই ধারাবাহিকতায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উক্ত আহবানে একাত্ম হয়ে আগামী ৭ এপ্রিল ২০২৫, সকল একাডেমিক কর্মসূচি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এবং একই সাথে এই প্রতিবাদ কে যেন মন থেকে সবাই সমর্থন করার পাশাপাশি স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে, সবার প্রতি সেই আহবানও করা হয়েছে।