নেত্রকোনায় অনিয়মের আশ্রয় নিয়ে জমির নামজারি মঞ্জুর করেন মদনের এসিল্যান্ড
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা : শুনানীর জন্য ধার্য দিনের সাত দিন আগেই অর্থাৎ শুনানীর নোটিশ প্রেরণের তারিখেই জমির নামজারি মঞ্জুর করার অভিযোগ উঠেছে নেত্রকোণা মদন উপজেলার সহকারি কমিশনার ভূমি (এসিল্যান্ড) মো. রেজোয়ান ইফতেকারের বিরুদ্ধে। এ কাজে সহায়তা করার অভিযোগ রয়েছে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের উপসহকারি ভূমি কর্মকর্তা (নায়েব) রূপক চন্দ্র সরকারের বিরুদ্ধেও। জানা যায়, গত ১০ […]