“ভালোবাসার নৌকা পাহাড় বাইয়া চলে” চীনের পাঠানো চিকিৎসা সরঞ্জাম ঢাকায় পৌঁছাবে সন্ধ্যায়
মাহামুদুল হাসান জিহাদ: চীন থেকে বাংলাদেশে মেডিক্যাল ইক্যুইপমেন্ট পাঠানোর ছবি। তাতে বাংলা আর চীনা ভাষায় এই চীনা প্রবাদ লেখা। বাংলাদেশের জনগণের জন্য ‘ভালোবাসার নৌকা পাহাড় বাইয়া চলে’ বার্তাসহ ১০,০০০ টেস্ট কিট, N95 মাস্ক, ১ হাজার ইনফ্রারেড থার্মোমিটার এবং ডাক্তারদের নিরপত্তার জন্য ১০,০০০ (পিপিই) পাঠিয়েছে বন্ধুপ্রতিম রাষ্ট্র চীন।