কৌশল পাল্টে সাগর থেকেই চুরি হচ্ছে তেল, চট্টগ্রামে লাগাম এখনও হারুন সিন্ডিকেটের হাতেই
চট্টগ্রামে বিদেশ থেকে আমদানি করা অপরিশোধিত ভোজ্যতেলের বড় অংশ চলে যাচ্ছে চোরাকারবারিদের হাতে। নৌপুলিশের অভিযানের পরও দমানো যাচ্ছে না এই চক্রকে। এবার তারা নদী থেকে চুরি না করে সরাসরি সাগর থেকেই তেল চুরি করছে। ধরা পড়ে জেলে গেলেও উচ্চ আদালত থেকে জামিন নিয়ে ফের তেল চুরিতে মেতে ওঠে এই চক্রের নিয়ন্ত্রকরা। আর এই চোরচক্র এখনও […]