চট্টগ্রামে করোনা টিকাদান (ভ্যাকসিন) কর্মসূচি উদ্বোধন করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজে এই কর্মসূচির উদ্বোদন করা হয়। এসময় শিক্ষা উপমন্ত্রী সবার আগে টিকা নেন।
এরপর সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন ও ডা. বিদ্যুৎ বড়ুয়া টিকা নেন।
পরে তাদের সবাইকে পর্যবেক্ষণ ইউনিটে রাখা হয়।
এ বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী জানান, প্রথম পর্যায়ে আমাদের বরাদ্দ এক লাখ ৫৪ হাজার ডোজ টিকা। আজ (রোববার) জেনারেল হাসপাতালেও টিকা দেওয়া হচ্ছে। আগে থেকে রেজিস্ট্রেশন করে রাখা ৫৫ বছরের ঊর্ধ্বে যারা আছেন এবং মেডিকেলের স্বাস্থ্যকর্মীরা আজ টিকা পাবেন।
তিনি বলেন, মোট ১০টি বুথে টিকা দেওয়া হবে। আগামীতে নেভি হাসপাতালসহ আরও ১৩টি কেন্দ্রে টিকাদান কর্মসূচি শুরু হবে।
তিনি আরও জানান, করোনার টিকা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। যিনি টিকা নিবেন, আমরা আগে তার স্বাস্থ্য পরীক্ষা করব এবং পরে আরও এক ঘণ্টা অবজারভেশনে রাখব।