চট্টগ্রামে ‘বেস্ট অব চিটাগাং এওয়ার্ড ২০২০’ পেলো ১৬ ব্যাক্তি ও প্রতিষ্ঠান

Share the post

Image may contain: 5 people, including Rumman Ahmed, people smiling, people standing and wedding

চট্টগ্রাম : বন্দরনগরী চট্টগ্রামে দ্বিতীয়বারের মতো আয়োজিত এক্সপ্রেসমল প্রেজেন্টস ‘বেস্ট অব চিটাগাং এওয়ার্ড ২০২০’ অর্জন করেছে চট্টগ্রামের ১৬ জন ব্যাক্তি, সামাজিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান। এছাড়া দুইজন সফল ব্যাক্তিত্বকে প্রদান করা হয় লাইফ টাইম এচিভমেন্ট এওয়ার্ড এবং সফল উদ্যোক্তা এওয়ার্ড। হ্যালো চিটাগাং-এর উদ্যোগে বিভিন্ন ক্যাটাগরিতে এই এওয়ার্ড প্রদান করা হয়। রোববার সন্ধ্যায় নগরীর চিটাগাং ক্লাবের ব্যাংকুইট হলে আয়োজিত এক্সক্লুসিভ সেলিব্রেশন প্রোগ্রামের মাধ্যমে এই এওয়ার্ড প্রদান করা হয়। এই আয়োজনে লাইফ টাইম এচিভমেন্ট গ্রহন করেন বিশিষ্ট ব্যবসায়ী এস এম আবু তৈয়ব এবং সফল উদ্যোক্তা হিসেব বেস্ট এন্টাপ্রেণার এওয়ার্ড গ্রহন করেন সৈয়দ রুম্মান আহাম্মেদ।

Image may contain: 5 people, including Rumman Ahmed, people smiling, people standing

মাসব্যাপী ফেসবুক ভোটিং এবং জুরি প্যানেলের বিচার প্রক্রিয়ার মাধ্যমে ১৬ ক্যাটাগরিতে এই এওয়ার্ড প্রদান করা হয়। হ্যালো চিটাগাং-এর প্রতিষ্ঠাতা রিয়াদ খানের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া নগরীর ভিন্নধর্মী এই আয়োজনে যেসব ক্যাটাগরিতে এওয়ার্ড প্রদান করা হয় সেগুলো হলো বেস্ট সোস্যাল অর্গানাইজেশন, বেস্ট ইভেন্ট ম্যানেজমেন্ট, বেস্ট ক্যাফে, বেস্ট রেস্টুরেন্ট, বেস্ট ইয়াং ফ্যাশন ডিজাইনার, বেস্ট কনটেন্ট ক্রিয়েটর, বেস্ট লেডিস পার্লারসহ সর্বমোট ১৬ জন ব্যাক্তি, সামাজিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান।

এতে জুরি প্যানেলে ছিলেন দেশের স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার ও সমাজ সেবক রওশন আরা চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক সাফিয়া গাজি রহমান, বারকোড গ্রুপের চেয়ারম্যান এবং চট্টগ্রাম ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মনজুরুল হক এবং র‌্যাংকস এফসি প্রপার্টিজ লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর শাহরিয়ার রিমন। আয়োজনে পাওয়ার্ড বাই স্পন্সর ছিলো হ্যালো লন্ড্রি, এসোসিয়েট পার্টনার হিসেবে ছিলো ইমপেরিয়াল হসপিটাল লিঃ, আলোজ্জা, মামসা, নিউ রেডিও ভয়েস। ইভেন্ট পার্টনার ছিলো জায়ান্ট কনসেপ্ট। অর্গানাইজড বাই হ্যালো চিটাগাং।

আরাফাত রূপকের উপস্থাপনায় বর্ণাঢ্য এবং জমকালো এই আয়োজনে চট্টগ্রাম মহানগরীর কর্পোরেট, বাণিজ্যিক ও মিডিয়া অঙ্গনের মান্যগণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবশেষে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

Image may contain: 3 people, people smiling, people standing

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

আশুগঞ্জে দুই দফা দাবিতে সার কারখানার শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃএক কর্পোরেশন এক স্কেল, বাস্তবায়ন ও কারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস সংযোগ চালুর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ ও গেট মিটিং করেছে। রবিবার সকাল ৯ টায় কারখানার গেইটের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে এএফসিসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে সমাবেশের বক্তব্য রাখেন […]

আখাউড়ায় ১৫৪ লিটার চোলাই মদসহ  চারজন গ্রেপ্তার 

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বৃহস্পতিবার গভীর রাতে যৌথবাহিনীর অভিযানে ১৫৪ লিটার চোলাই মদসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আখাউড়া পৌর এলাকার রেলওয়ে সুইপার কলোনীতে এই অভিযান চালানো হয়। এ ঘটনায় মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদেরকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ ইব্রাহিম-(৩০), রাজন হরিজন-(৬৫), সাগর হরিজন-(৪০) ও সীমান্ত হরিজন-(২৯)। এর মধ্যে […]