ঘুমধুমে কলেজ প্রতিষ্ঠাই মন্ত্রী বীর বাহাদুর প্রধান পৃষ্ঠপোষক
উচহ্লা মারমা,বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে একটি মানসম্মত কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা উপলব্ধি করছিল নানা শ্রেণী পেশার মানুষ।তারই পরিপ্রেক্ষিতে ৩০ জানুয়ারী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি দুইদিনের সফরে নাইক্ষ্যংছড়িতে আসেন।নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বীর বাহাদুর কে গিরিসুর্য উপাধীতে ভুষিত করা হয়।উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি মন্ত্রী বীর বাহাদুর প্রধান অতিথির বক্তব্যে ঘুমধুম ইউনিয়নে একটি মানসম্মত কলেজের প্রয়োজনীয়তা অনুভব করে বাস্তবায়ন কমিটি গঠনের নির্দেশনা দেন।
তারই প্রেক্ষিতে ৩১জানুয়ারী বিকেলে কক্সবাজারস্থ সার্ফ ক্লাব রিসোর্টে কলেজ প্রতিষ্ঠা বাস্তবায়ন কমিটি গঠন কল্পে এক সভা অনুষ্ঠিত হয়। এতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান পৃষ্ঠপোষক,বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যাশহ্লা মার্মা প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন এবং ১১ সদস্য বিশিষ্ট একটি কলেজ প্রতিষ্ঠা কমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক শফিউল্লাহ,সদস্য সচিব হিসেবে অধ্যক্ষ মোঃ ফরিদ,কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন জেলা পরিষদ সদস্য ক্যানওয়ান চাক,জেলা আওয়ামীলীগের সদস্য তসলিম ইকবাল চৌধুরী,
নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃইমরান,ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল বশর,উত্তর ঘুমধুম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপন বড়ুয়া,দীপন তংচঙ্গা (রেজু),ডাঃমোঃ শাহজাহান (দঃঘুমধুম),এম.ছৈয়দ আলম (দঃ ঘুমধুম),বান্দরবান সরকারী কলেজের প্রভাষক জয়দেব কর্মকার( তুমব্রু) প্রমুখ।সভায় ঘুমধুম ইউপির প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন, নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবদুস সাত্তার সহ বিভিন্ন শ্রেনীপেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।