ম‌ডেল টাউন ও বি‌শেষ অর্থ‌নৈ‌তিক অঞ্চল‌ হ‌বে প‌তেঙ্গা- হা‌লিশহরঃ রেজাউল রেজাউল করিম চৌধুরী

Share the post

ডেস্ক নিউজ, চ্যানেল ২১

২২ জানুয়ারি শুক্রবার নগরীর উত্তর ও দ‌ক্ষিন প‌তেঙ্গাসহ দ‌ক্ষিন হা‌লিশহর ওয়া‌র্ডের জনসাধার‌নকে সালাম ও শু‌ভেচ্ছা জা‌নি‌য়ে গণসং‌যোগ ক‌রেন আওয়ামী লীগ ম‌নোনীত চ‌সিক মেয়র পদপ্রার্থী বীর মু‌ক্তি‌যোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল ক‌রিম চৌধুরী।

এসময় বি‌ভিন্ন পথসভায় রাখা বক্ত‌ব্যে তি‌নি উন্নত চট্টগ্রাম মহানগর গড়‌তে নৌকায় ভোট চে‌য়ে ভোট প্রার্থনা ক‌রে ব‌লেন, বঙ্গবন্ধুকন‌্যা জন‌নেত্রী শেখ হা‌সিনা জা‌নেন কিভা‌বে সমস‌্যা‌কে সম্ভাবনায় প‌রিনত কর‌তে হয়। চট্টগ্রাম সি‌টি কর্পো‌রেশ‌নের মেয়র প‌দে নির্বাচ‌নের জন‌্য আওয়ামী লীগ ও জন‌নেত্রী শেখ হা‌সিনা আমা‌কে নৌকা প্রতীকে ম‌নোনয়ন দি‌য়ে‌ছেন। আ‌মি আপনা‌দের ভোট ও দোয়া চাই।

তি‌নি ব‌লেন, প‌তেঙ্গা হা‌লিশহ‌রের কৃ‌ষিজ পণ‌্য একসময় বেশ সমাদৃত ছিল। বি‌শেষত প‌তেঙ্গার তরমুজ মা‌নে বি‌শেষ একটা ব‌্যাপার ছিল চট্টগ্রাম ও আশপা‌শের এলাকায়। জলবায়ু প‌রিবর্ত‌নের প্রভা‌বে সমুদ্র পৃ‌ষ্টের উচ্চতা বে‌ড়ে গে‌লে জোয়া‌রে নোনাপা‌নি প্রবেশ ক‌রে প‌তেঙ্গা হা‌লিশহ‌রের সু‌বিস্তীর্ণ ভূ‌মির অ‌নেকটা প‌রিত‌্যক্ত হ‌য়ে যায়। বেড়ীবাঁধ কাম আউটার রিং রোড নির্মান ক‌রে এ সমস‌্যা‌কে অপার সম্ভাবনায় প‌রিনত ক‌রে‌ছে।

প‌তেঙ্গা সি বী‌চের আধু‌নিকায়ন, বিস্তীর্ণ খোলা জায়গা‌কে প‌রি‌ক‌ল্পিত ছ‌কে আন্তর্জা‌তিক মা‌নের আবা‌সিক হো‌টেল, পার্ক, খেলার মাঠ, কালচারাল কম‌প্লেক্স এবং স্কুল, ক‌লেজ, বিশ্ব‌বিদ‌্যালয়, হাসপাতাল, শ‌পিংমল সমৃদ্ধ আবা‌সিক এলাকা গ‌ড়ার মধ‌্য দি‌য়ে প‌তেঙ্গা হা‌লিশহর‌কে পর্যটন ও শিল্প‌ভি‌ত্তিক আধু‌নিক ম‌ডেল টাউন হি‌সে‌বে গ‌ড়ে তোলার সম্ভাবনা জা‌গি‌য়ে তু‌লে‌ছেন আমা‌দের জা‌তির জন‌কের কন‌্যা। এখা‌নে বি‌পি‌সি, ইস্টার্ণ রিফাইনারী, খাদ‌্যগুদাম, বিমান বন্দর, বিমান ঘা‌টি, নৌ ঘা‌টি, কেই‌পি‌জেড, সিই‌পি‌জেড এর মত সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, সংস্থা ও স্থাপনা থাকায় যান বাহ‌নের চাপ অত‌্যধিক।

চলমান এ‌লি‌ভে‌টেড এক্স‌প্রেস ও‌য়ে এবং দ‌ক্ষিন এ‌শিয়ায় দৃষ্টান্ত স্থাপন ক‌রে নির্মানাধীন কর্ণফুলী টা‌নে‌লের কাজ সম্পন্ন হ‌য়ে গে‌লে অ‌নেকটাই যানজটমুক্ত হ‌বে পু‌রো চট্টগ্রাম। প‌তেঙ্গা হা‌লিশহ‌রের মানুষ‌কে শহ‌রের অন‌্য প্রা‌ন্তে যে‌তে আর আ‌গের মত বেগ পে‌তে হ‌বেনা। আ‌মি য‌দি মেয়র নির্বা‌চিত হই, নিরাপদ প‌রি‌বেশ বজায় রাখ‌তে শিল্প পু‌লিশ ও পর্যটন পু‌লিশ‌কে আধু‌নিক সরঞ্জামে স‌জ্জিত ক‌রে বি‌শেষ নিরাপত্তা বল‌য় তৈরী ক‌রে প‌তেঙ্গা হা‌লিশহর‌কে নিরাপদ ও চিত্তাকর্ষক এলাকা হি‌সে‌বে গ‌ড়ে তুল‌তে সং‌শ্লিষ্ট দপ্তর ও মন্ত্রণাণ‌য়ের সা‌থে সমম্ব‌য় সাধন ক‌রে বি‌শেষ তৎপরতার সা‌থে কাজ করব।

গণসং‌যোগকা‌লে রেজাউল ক‌রি‌মের সা‌থে উপ‌স্থিত ছি‌লেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লী‌গের সাধারন সম্পাদক আ জ ম না‌ছির উ‌দ্দিন, প্রচার সম্পাদক শ‌ফিকুল ইসলাম ফারুক, কেন্দ্রীয় যুবলী‌গের যুগ্ম সাধারন সম্পাদক ব‌দিউল আলম, কাউন্সিলর পদপ্রার্থী আবদুল বারেক, ছালেহ আহম্মদ চৌধুরী, জিয়াউল হক সুমন, সংর‌ক্ষিত ম‌হিলা কাউ‌ন্সিলর পদপ্রার্থী শাহনুর বেগম এবং মহানগর, থানা, ওয়ার্ড ও ইউ‌নিট আওয়ামীলীগসহ অঙ্গ সহ‌যোগী সংগঠ‌নের অসংখ‌্য নেতাকর্মী গণসং‌যোগে অংশ নি‌য়ে নৌকা প্রতী‌কে ভোট প্রার্থনা ক‌রেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

আখাউড়ায় তিন হোটেল ব্যবসায়িকে জরিমানা

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে পঁচা বাসি খাবার বিক্রির দায়ে তিন হোটেল মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল উদ্দিন মঙ্গলবার বিকেলে আখাউড়া রেলস্টেশন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা করেন। উপজেলা প্রশাসন জানায়, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট […]

পশ্চিম গুজরায় স্বপন দে’র বাড়িতে ২১তম বাসন্তী উৎসব উদযাপন

Share the post

Share the postমিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):  রাউজান উপজেলার পশ্চিম গুজরায় স্বর্গীয় স্বপন দে’র বাড়িতে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ২১তম বাসন্তী উৎসব ও প্রসাদ বিতরণ অনুষ্ঠান। চার দিনব্যাপী এ ধর্মীয় আয়োজন ৩ এপ্রিল থেকে শুরু হয়ে ৬ এপ্রিল পর্যন্ত নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়। প্রথম দিন, ৩ এপ্রিল অনুষ্ঠিত হয় মহাষষ্ঠী পূজা, মায়ের বরণ ও […]