এম রেজাউল করিম চৌধুরীর বাসায় হঠাৎ উপস্থিত হয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

Share the post

চট্টগ্রাম সংবাদ: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর বাসায় হঠাৎ উপস্থিত হয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। এসময় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চসিকের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনও উপস্থিত ছিলেন।শুক্রবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় তারা রেজাউল করিম চৌধুরীর বহদ্দারহাটের বাসায় আসেন। আসন্ন চসিক নির্বাচন নিয়ে তাদের এই বৈঠক বলে দলের একটি সূত্র মহানগর নিউজকে নিশ্চিত করেছে। আনুষ্ঠানিক কোনো বৈঠক না হলেও একরকম ‘হঠাৎ’ এই বৈঠকে নির্বাচনই প্রধান ইস্যু ছিল বলে জানা গেছে।

চলতি বছরের ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে ভোটগ্রহণের কয়েকদিন আগেই স্থগিত করা হয় নির্বাচন।

মেয়রের দায়িত্বে থাকা আ জ ম নাছির উদ্দীনের মেয়াদ শেষ হলে ছয় মাসের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজনকে। খোরশেদ আলম সুজন দায়িত্ব নেওয়ার পর নানা চমক দেখিয়ে মন জয়ের চেষ্টা করেন নগরবাসী ও দলের হাইকমাণ্ডের।

গত ১৪ ডিসেম্বর নির্বাচন কমিশন থেকে জানানো হয় স্থগিত হওয়া নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী বছরের ২৭ জানুয়ারি। এ লক্ষ্যে কমিশন চারটি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীর মৃত্যুজনিত কারণে পুনঃতফশিল ঘোষণা করে একইদিন ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলের সহযোগী সংগঠনগুলোর গ্রুপিং-দূরত্ব দূর করে যাতে সবাই দলীয় প্রার্থীকে বিজয়ী করতে কাজ করে সে বিষয়টি নিশ্চিত করতে ঢাকা থেকে ছুটে এসেছেন আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের নেতা মাহবুব উল আলম হানিফ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে বঙ্গবন্ধু টানেল

Share the post

Share the postনিউজ ডেস্ক , চট্টগ্রাম চট্টগ্রাম চেম্বারের গোলটেবিল বৈঠকে এফবিসিসিআই সভাপতি পরিপূর্ণ সুফল পেতে ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণে গুরুত্ব আজাদী প্রতিবেদন | রবিবার , ২২ অক্টোবর, ২০২৩  বঙ্গবন্ধু টানেল দেশের পূর্বাঞ্চল বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর এবং ভারতের সেভেন সিস্টারস–এর মধ্যে সংযোগ হিসেবে কাজ করবে। উদ্বোধনের অপেক্ষায় থাকা বঙ্গবন্ধু টানেল নিয়ে গতকাল নগরীর আগ্রাবাদ […]

মানবতার ফেরিওয়ালা চট্টগ্রাম মহানগরের উদ্যোগে শীতকালীন কম্বল বিতরণ

Share the post

Share the postচট্টগ্রাম সংবাদ: মানবতার ফেরিওয়ালা চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকে চট্টগ্রাম নগরীর মধ্যরাতে নগরের জামালখান,চকবাজার,চট্টগ্রাম মেডিকেল,ওয়াসা,কাজির দেউড়ি,সিআরবি,দেওয়ানহাট সহ বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়। রাতের আঁধারে এই তীব্র শীতে কষ্ট পাচ্ছে, তাদের কষ্টকে লাঘব করতে এই শীতকালীন কম্বল বিতরণ করা হয়। মানবতার ফেরিওয়ালার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মশিউর রহমানের নির্দেশনা মোতাবেক মানবতার ফেরিওয়ালার চট্টগ্রাম […]