শরনখোলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস।

Share the post

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরনখোলা প্রতিনিধিঃ বাগেরহাট জেলার শরনখোলা উপজেলায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সকল সরকারী ও বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন এবং শরণখোলা থানায় ৩১ বার তোপধনী করা হয়। বিভিন্ন সংগঠন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন। ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস।১৯৭১ সালের এই দিনে বাংলাদেশ নামের নতুন একটি স্বাধীন দেশের জন্ম হয়েছে। তারই ধারাবাহিকতায় দিনটিকে সরনীয় করে রাখতে প্রতি বছর এই দিনে পালিত হয় মহান বিজয় দিবস।

এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ৮টায় উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন, উপজেলা চেয়ারম্যান জনাব রায়হান উদ্দিন শান্ত উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, শরণখোলা সরকারি কলেজ, রায়েন্দা পাইলট হাইস্কুল, আর.কে.ডি.এস পাইলট বালিকা বিদ্যালয়, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতি এবং টি.টি এ্যান্ড ডি.সি সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। অন্যদিকে, উপজেলা বি.এন.পি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল ও উপজেলা কৃষকলীগ শরণখোলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয়তাবাদী ছাত্রদল বিজয় মিছিল রায়েন্দা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

‎নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

Share the post

Share the post স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম জাহিদপুর গ্রামের তানভীর আহমেদ (৩০) নামে এক যুবক নিজ রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি মৃত সিরাজ মিয়ার পুত্র। ‎স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার রাতের দিকে তানভীর নিজের রুমে ঘুমাতে যান। শনিবার সকাল ৯টার দিকে রুমের দরজা না খোলায় পরিবারের সদস্যরা […]

খালেদা জিয়ার ৮১ তম জন্মবার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে দোয়া অনুষ্ঠিত

Share the post

Share the postইয়াসিন আরাফাত ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর শাখা যুবদলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে চাঁপাইনবাবঞ্জে। এ উপলক্ষে শনিবার বিকালে জেলা শহরের ফুড অফিস মোড়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ পৌর যুবদলের […]