হোসনাবাদ ইউনিয়নে ছাত্রসেনার কাউন্সিল সম্পন্ন
তৌহিদ বিন তাহের ।। রাঙ্গুনিয়া প্রতিনিধি : গত ২৮/১১/২০২০ইং বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হোসনাবাদ ইউনিয়ন শাখার ব্যবস্হাপনায় ফাতেহায়ে ইয়াজদাহুম ও কাউন্সিল অধিবেশন ‘২০’ সংগঠনের সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ শাকিল হোসাইনের সঞ্চালনায় বিকাল ২টা থেকে রাংগুনিয়া হোসনাবাদস্হ তৈয়্যবিয়া তাহেরিয়া মির্জা হোসাইনিয়া সুন্নিয়া মাদরাসা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাংগুনিয়া উপজেলার সহ-সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলার ভাইস চেয়ারম্যান জননেতা মুহাম্মদ আকতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাংগুনিয়া উপজেলার প্রচার সচিব কাজী মুহাম্মদ আইয়ুব, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাংগুনিয়া উপজেলার নির্বাহী সদস্য কোরবান আলী নূরী। প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, রাংগুনিয়া উপজেলা উত্তরের বিপ্লবী সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ জয়নাল আবেদীন।
বিশেষ বক্তা হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা হোসনাবাদ ইউনিয়ন শাখার বিপ্লবী সভাপতি যুবনেতা মাওলানা মুহাম্মদ আব্দুর রহিম কাদেরী। প্রধান কাউন্সিলর হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাংগুনিয়া উপজেলা উত্তরের অর্থ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ রায়হান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হোসনাবাদ ইউনিয়ন শাখার যুবসেনার সাধারণ সম্পাদক যুবনেতা মুহাম্মদ লোকমান হোসেন,ও স্বনির্ভর রাংগুনিয়ার নবনির্বাচিত যুবসেনার সহ-সাধারণ সম্পাদক যুবনেতা মাওলানা মুহাম্মদ মহসিন কাদেরী,হোসনাবাদ ছাত্রসেনার সাবেক ছাত্রনেতা এনাম হোসাইন সিদ্দিকী সহ প্রমুখ ব্যক্তিবর্গ।
এদিকে আগামী (২০২০-২১) কার্যকরী পর্ষদের নবনির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ সৈয়দ আলী, সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাকিল হোসাইন ও সাংগঠনিক সচিব মুহাম্মদ জামাল উদ্দিন কে নির্বাচিত করে ৪১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। পরিশেষে,অতিথিদের কাছ থেকে শ্রেষ্ঠ সম্পাদক, শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা (সার্টিফিকেট) প্রদান করা হয় এবং মিলাদ মুনাজাত ও তাবরুকাতের মধ্যদিয়ে সকলের জন্য দোয়া কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।