শহীদ মহিম উদ্দিনের ১৬তম স্মরণসভায় প্রস্তাব করা হলো “চট্টগ্রাম গোল পাহাড় চত্বরকে শহীদ মহিম উদ্দিন চত্বর” হিসেবে আখ্যায়িত করা।

Share the post

চট্টগ্রাম সংবাদ:  চট্টগ্রাম ওমর গণি এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-পাঠাগার সম্পাদক শহীদ মহিম উদ্দিনের ১৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বন্দর চট্টগ্রামে নগরীতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার 29 শে নভেম্বর সকালে শহীদ মহিম উদ্দিন মহিন এর নিজস্ব বাসভবনে সভার আয়োজন করে ‘মহিম স্মৃতি সংসদ’। উক্ত এই স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম 9 আসনের সাংসদ এবং শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম।যুবলীগ নেতা নুরুল আলমের সঞ্চালনায় উক্ত এই স্মরণ সভায় সভাপতিত্ব করেন ১৫ নং বাঘ মনিরাম ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর এবং কাউন্সিলর পদপ্রার্থী এবং শহীদ মুনিম-এর বড় ভাই মোহাম্মদ গিয়াস উদ্দিন।

উক্ত স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা মোহাম্মদ জাহাঙ্গীর সহ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত এর স্মরণসভায় শহীদ মহিম উদ্দিনের নাম কে চির স্মরণীয় করে রাখতে চট্টগ্রাম নগরের গোলপাহাড় চত্বরকে শহীদ মহিম সত্য হিসেবে দাবি জানানো হয়। উক্ত এই দাবিকে গ্রহণ করে শিক্ষা উপমন্ত্রী এবং চট্টগ্রাম 9 আসনের সাংসদ মহিবুল হাসান চৌধুরী বলেন- মহিন চট্টগ্রামের অহংকার তাই তার নাম কে চির স্মরণীয় করে রাখতে চট্টগ্রাম নগরের গোলপাহাড় চত্বরকে শহীদ মহিম উদ্দিন চত্বর হিসেবে গড়ে তুলতে সরকারের উচ্চপর্যায়ে সুপারিশ এবং সার্বিক সহযোগিতা করবেন। এছাড়া তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী আলহাজ্ব রেজাউল করিমের দৃষ্টি আকর্ষণ করে বলেন-যদি আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রতীক বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিমকে আমরা জয়যুক্ত করতে পারি তাহলে ইনশাআল্লাহ চট্টগ্রাম নগরের গোলপাহাড় চত্বরকে শহীদ মহিম উদ্দিন চত্বর হিসেবে আখ্যায়িত করা হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রথম কাজ। প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম বলেন- যদি আমরা আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা কে জয়যুক্ত করতে পারি তাহলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান কাজ হবে গোলপাহাড় চত্বরকে শহীদ মহিউদ্দিন চত্বর হিসাবে প্রকাশ করা। মহিম উদ্দিন একজন নির্ভীক ও ত্যাগী ছাত্রনেতার নাম। ছিলেন চট্টগ্রাম ওমর গণি এমইএস কলেজের ভিপি ও কেন্দ্রীয় ছাত্রলীগের উপ পাঠাগার সম্পাদক। ৯০’র স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছিলেন বীরদর্পে। আন্দোলন পেয়েছিল নতুন মাত্রা। তাঁরই শাহাদত বার্ষিকীতে বন্দরনগরীতে এই স্মরণসভার আয়োজন। ২০০৪ সালের এই দিনে বিএনপি-জামাত শাসনামলে ক্রসফায়ারে নিহত হন মহিম উদ্দিন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

রাউজানে ঐতিহাসিক বদর দিবসে গাউসিয়া কমিটি উপজেলা উত্তর শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Share the post

Share the postমিলন বৈদ্য শুভ, রাউজান চট্টগ্রাম গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা উত্তর শাখার ব্যবস্থাপনায় ১৭ই রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। ১৮ই মার্চ মঙ্গলবার বিকেলে রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সাবেক দাওয়াতে খাইর সম্পাদক […]

দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে বঙ্গবন্ধু টানেল

Share the post

Share the postনিউজ ডেস্ক , চট্টগ্রাম চট্টগ্রাম চেম্বারের গোলটেবিল বৈঠকে এফবিসিসিআই সভাপতি পরিপূর্ণ সুফল পেতে ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণে গুরুত্ব আজাদী প্রতিবেদন | রবিবার , ২২ অক্টোবর, ২০২৩  বঙ্গবন্ধু টানেল দেশের পূর্বাঞ্চল বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর এবং ভারতের সেভেন সিস্টারস–এর মধ্যে সংযোগ হিসেবে কাজ করবে। উদ্বোধনের অপেক্ষায় থাকা বঙ্গবন্ধু টানেল নিয়ে গতকাল নগরীর আগ্রাবাদ […]