আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে দুইটি প্রশিক্ষন কোর্সের উদ্ভোধন

Share the post

প্রেস বিজ্ঞপ্তি   :      ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে  ২৬ নভে  সন্ধ্যায় কেন্দ্রের ট্রেনিং সেন্টারে স্বাস্থ্যবিধি মেনে দুইটি প্রশিক্ষণ কোর্সের উদ্ভোধন করা হয়েছে। কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন আনুষ্ঠানিকভাবে কোর্স দুইটির উদ্ভোধন করেন।

এসময় কেন্দ্রের প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী সাদেক মোহাম্মদ চৌধুরী, বর্তমান ভাইস-চেয়ারম্যান (একা এন্ড এইচআরডি) প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক ও সম্মানী সম্পাদক প্রকৌশলী এস.এম. শহীদুল আলমসহ উর্র্ধতন প্রকৌশলীবৃন্দ ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ দুইটি হচ্ছে, প্রথমবারের মত শুরু হওয়া মাইক্রো কন্ট্রোলার ভিত্তিক ‘‘আই ও টি’’ এবং ‘‘অটোক্যাড’’ কোর্সের ১২৩ তম ব্যাচ।

প্রশিক্ষণ কোর্স উদ্ভোধন করে আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান বলেন, দেশের আত্মসামাজিক উন্নয়নে জ্ঞান অর্জনের কোন বিকল্প নেই। তিনি বলেন, কেন্দ্রের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে শুধুমাত্র প্রকৌশলীরা নয়, বন্দর নগরীর বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিরা উপকৃত হচ্ছেন। দেশের অগ্রগতির জন্য এধরনের ডিজিটাল প্রশিক্ষণ অত্যান্ত জরুরী।
তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার অব্যাহত প্রচেষ্টায় প্রকৌশলীদের এধরনে প্রশিক্ষণ কোর্স ফলপ্রসু প্রভাব রাখবে। কেন্দ্রের চেয়ারম্যান আরো বলেন, আইইবি নিজেকে, শুধুমাত্র প্রকৌশলী পেশাজীবিদের সংগঠন হিসেবে নয়, প্রশিক্ষণ কেন্দ্র হিসেবেই অধিকতর গুরুত্ব দিয়ে থাকে।
উল্লেখ্য আইইবি, চট্টগ্রাম কেন্দ্র এএমআইই কোর্স ছাড়াও ১০টি বিভিন্ন কম্পিউটার ভিত্তিক প্রশিক্ষণ পরিচালনা করছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ে আগুন, ২৫ শিক্ষার্থী আহত

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানাগারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত শিক্ষার্থীরা হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে রোহানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বুধবার দুপুরে ওই বিদ্যালয়ের তৃতীয় তলায় অবস্থিত বিজ্ঞানাগার ল্যাবে এ ঘটনা […]

আখাউড়ায় তিন হোটেল ব্যবসায়িকে জরিমানা

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে পঁচা বাসি খাবার বিক্রির দায়ে তিন হোটেল মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল উদ্দিন মঙ্গলবার বিকেলে আখাউড়া রেলস্টেশন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা করেন। উপজেলা প্রশাসন জানায়, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট […]