করোনা মুক্ত হলেন আ জ ম নাছির উদ্দীন

Share the post

সাজ্জাদ হোসেন চৌধুরী(চট্টগ্রাম): অবশেষে করোনাকে পরাজিত করলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকসাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে পরীক্ষাকৃত নমুনায় তার রিপোর্ট নেগেটিভ এসেছে। সকালে পঞ্চম বারের মত নমুনা সংগ্রহ করে বিআইটিআইডি ল্যাবে পাঠানো হয়েছিল। বিকালের দিকে বিআইটিআইডি ল্যাব কর্তৃপক্ষ তার নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে বলে জানিয়েছে। বর্তমানে তিনি শারীরিক ভাবে সুস্থ রয়েছেন এবং আন্দরকিল্লাস্থ নিজ বাসায় অবস্থান করছেন।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর জ্বর,সর্দি,কাশিসহ করোনা উপসর্গ নিয়ে নগরীর পার্ক ভিউ হাসপাতালে ভর্তি হন আ জ ম নাছির উদ্দিন। ঐদিন সংগৃহিত নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এমন অবস্থায় পার্কভিউ হাসপাতালে ৮ দিন চিকিৎসা নেন তিনি। গত ১১ নভেম্বর সকাল ১০টায় হাসপাতাল থেকে তিনি বাসায় ফিরেন। তবে তখনও তিনি করোনা পজিটিভ ছিলেন। গত ১৮ নভেম্বর তৃতীয় দফা ও গত ২২ নভেম্বর চতুর্থ দফায় চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে তার নমুনা পরীক্ষা করা হলে ঐ রিপোর্টেও তার করোনা পজেটিভ রেজাল্ট আসে। অবশেষে আজ ২৬ নভেম্বর বিআইটিআইডি ল্যাবে পঞ্চম দফায় নমুনা পরীক্ষা করা হলে তিনি করোনা নেগেটিভ রিপোর্ট পান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

মানবতার ফেরিওয়ালা চট্টগ্রাম মহানগরের উদ্যোগে শীতকালীন কম্বল বিতরণ

Share the post

Share the postচট্টগ্রাম সংবাদ: মানবতার ফেরিওয়ালা চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকে চট্টগ্রাম নগরীর মধ্যরাতে নগরের জামালখান,চকবাজার,চট্টগ্রাম মেডিকেল,ওয়াসা,কাজির দেউড়ি,সিআরবি,দেওয়ানহাট সহ বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়। রাতের আঁধারে এই তীব্র শীতে কষ্ট পাচ্ছে, তাদের কষ্টকে লাঘব করতে এই শীতকালীন কম্বল বিতরণ করা হয়। মানবতার ফেরিওয়ালার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মশিউর রহমানের নির্দেশনা মোতাবেক মানবতার ফেরিওয়ালার চট্টগ্রাম […]

সামাজিক সংগঠন”মানবতার ফেরিওয়ালা” চট্টগ্রাম মহানগরের কমিটি ঘোষণা

Share the post

Share the postচট্টগ্রাম সংবাদ: “মানবতার ফেরিওয়ালা” সামাজিক সংগঠনের কার্যক্রম বৃদ্ধি করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর এর আংশিক কমিটি ঘোষণা করা হয়। গতকাল ১০ই অক্টোবর সামাজিক সংগঠন মানবতার ফেরিওয়ালা সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেইজে মানবতার ফেরিওয়ালা সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মশিউর রহমানের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এই কমিটিঘোষণা করা হয়। উক্ত কমিটিতে সভাপতি নির্বাচিত হন কাজী ইসতিয়াক আলম […]