সন্দ্বীপের শিক্ষা খাতে মাহাফুজুর রহমান মিতা এম পি মহোদয়ের উন্নয়নের ছোঁয়া।

Share the post

মোঃ ফায়েল মাহামুদ (সন্দ্বীপ প্রতিনিধি): চট্রগ্রাম (৩) আসনের মাননীয় সাংসদ সদস্য দ্বীপরত্ন আলহ্বাজ মাহাফুজুর রহমান মিতা এম পি মহোদয়ের প্রচেষ্টা ও উদ্যোগে সন্দ্বীপ কে গড়ে তুলেছে একটি মডেল দ্বীপ হিসেবে আর তার সাথে সন্দ্বীপের শিক্ষা খাতে ও রেখেছেন উন্নয়নের ছোঁয়া। সন্দ্বীপের ১৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য নতুন আধুনিক ভবন টেন্ডার প্রক্রিয়া শেষ এবং ইতিমধ্যে তিনটি স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন মাহাফুজুর রহমান মিতা এম পি মহোদয়। ১৫ টি প্রাথমিক বিদ্যালয়ের জন্য মোট বাজেট ৭২,২৫,৩০৫৮০ টাকা। প্রাথমিক বিদ্যালয়ের নাম সমুহঃ ১/ দারুস সালাম সরকারি-প্রাথমিক বিদ্যালয়। ২/মুছাপুর আবদুল্লাহ খুরশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৩/মুছাপুর তালুকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৪/উত্তর পুর্ব মাইটভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৫/দ্বীপবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬/কালাপানিয়া জগৎ সরকারি প্রাথমিক বিদ্যালয় ৭/পুর্ব সাতঘারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৮/মগধারা ফেরিঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ৯/উরিরচড় বাটাজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১০/আজিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় এগুলা সহ মোট ১৫ টি স্কুলের আধুনিক ভবন স্থাপনের কাজ চলছে। ধন্যবাদ সন্দ্বীপ পরির্বতনের রুপকার দ্বীপরত্ন মাহাফুজুর রহমান মিতা এম পি মহোদয়কে সন্দ্বীপের শিক্ষা খাতে উন্নয়নের কাজ করার জন্য।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

গুপ্তছড়া- কুমিরা ঘাটে ভাড়া বুদ্ধির কারনে প্রতিবাদ সমাবেশ ১১ ফেব্রুয়ারি।

Share the post

Share the postমোঃফায়েল খান (সন্দ্বীপ): গুপ্তছড়া -কুমিরা নৌরুটে স্পীড বোটের ভাড়া বৃদ্ধি,অব্যবস্থাপনা, সামান্য মাল থাকলেও অযৌক্তিক ভাড়া সহ যাত্রীদের সাথে খারাপ ব্যবহারের প্রতিবাদে সন্দ্বীপ ডেভলপমেন্ট ফোরাম লিমিটেড ঢাকার উদ্যোগে এবং সন্দ্বীপ সমাজ উত্তরা ঢাকা, বৃহত্তর মিরপুর সন্দ্বীপ সমাজ ঢাকা, সন্দ্বীপ নদী সিকস্তি কল্যাণ সমিতি, সন্দ্বীপ হরিশপুর নদী সিকস্তি কল্যাণ সমিতি, সন্দ্বীপ ফ্রেন্ডস ক্লাব ও সোনালী […]

সন্দ্বীপ ১৮ বছরের নিচে মোটরসাইকেল চালানো নিষিদ্ধ ।

Share the post

Share the postমোঃ ফায়েল খান,(সন্দ্বীপ): চট্রগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার যানবাহন চলাচলের মধ্যে বেশি চলে মোটরসাইকেল আর তাতে বেড়ে চলছে মোটরসাইকেল এক্সিডেন্ট। তবে এক্সিডেন্ট শতকরা ৮৫ % হচ্ছে ১৮ বছরের নিচে ছেলেরা। তাই চট্রগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ উপজেলার ১৮ বছরের নিচে মোটরসাইকেল নিষিদ্ধ ঘোষনা করছেন এবং তার সাথে অমান্যকারী কে জেল ও জরিমানা […]