সন্দ্বীপের শিক্ষা খাতে মাহাফুজুর রহমান মিতা এম পি মহোদয়ের উন্নয়নের ছোঁয়া।
মোঃ ফায়েল মাহামুদ (সন্দ্বীপ প্রতিনিধি): চট্রগ্রাম (৩) আসনের মাননীয় সাংসদ সদস্য দ্বীপরত্ন আলহ্বাজ মাহাফুজুর রহমান মিতা এম পি মহোদয়ের প্রচেষ্টা ও উদ্যোগে সন্দ্বীপ কে গড়ে তুলেছে একটি মডেল দ্বীপ হিসেবে আর তার সাথে সন্দ্বীপের শিক্ষা খাতে ও রেখেছেন উন্নয়নের ছোঁয়া। সন্দ্বীপের ১৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য নতুন আধুনিক ভবন টেন্ডার প্রক্রিয়া শেষ এবং ইতিমধ্যে তিনটি স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন মাহাফুজুর রহমান মিতা এম পি মহোদয়। ১৫ টি প্রাথমিক বিদ্যালয়ের জন্য মোট বাজেট ৭২,২৫,৩০৫৮০ টাকা। প্রাথমিক বিদ্যালয়ের নাম সমুহঃ ১/ দারুস সালাম সরকারি-প্রাথমিক বিদ্যালয়। ২/মুছাপুর আবদুল্লাহ খুরশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৩/মুছাপুর তালুকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৪/উত্তর পুর্ব মাইটভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৫/দ্বীপবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬/কালাপানিয়া জগৎ সরকারি প্রাথমিক বিদ্যালয় ৭/পুর্ব সাতঘারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৮/মগধারা ফেরিঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ৯/উরিরচড় বাটাজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১০/আজিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় এগুলা সহ মোট ১৫ টি স্কুলের আধুনিক ভবন স্থাপনের কাজ চলছে। ধন্যবাদ সন্দ্বীপ পরির্বতনের রুপকার দ্বীপরত্ন মাহাফুজুর রহমান মিতা এম পি মহোদয়কে সন্দ্বীপের শিক্ষা খাতে উন্নয়নের কাজ করার জন্য।