পুলিশের এএস পি “আনিসুল হক” হত্যার প্রতিবাদে রাজপথে সোচ্চার সামাজিক সংগঠন “হেল্প ফর হিউম্যান” কুমিল্লা মহানগর ও জেলা শাখা “

Share the post
 সাজ্জাদুল ইসলাম হৃদয় ।।   কুমিল্লা   :    “বাংলাদেশ পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল করিম কে মাইন্ড এইড হাসপাতালে চিকিৎসার নামে নির্মমভাবে পিটিয়ে হত্যার তীব্র প্রতিবাদ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আজ বিকাল ৪ টায় কুমিল্লা প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন মিছিল ও প্রতিবাদ সভা করেছে জনপ্রিয় সামাজিক সংগঠন ” হেল্প ফর হিউম্যান” কুমিল্লা মহানগর ও জেলা শাখার নেতাকর্মীরা। এতে অংশ নিয়েছে প্রতিবাদী সামাজিক সংগঠন তারুণ্যের বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, এবং “চেতনা নারী যুব সংস্থা।
এসময় জনপ্রিয় সামাজিক সংগঠন “হেল্প ফর হিউম্যান” কুমিল্লা মহানগর শাখার সভাপতি জনপ্রিয় সমাজকর্মী ও প্রতিবাদী ছাত্রনেতা মোঃ নাজমুল হক সজল ওরফে বঙ্গভাই সজল বলেন ঃ পুলিশ জনগনের বন্ধু, রাষ্ট্র ও জনগনের জান মাল রক্ষার পবিত্র দায়িত্ব তাদের উপর, তাই খুব সহজেই আমরা পুলিশ কে প্রশ্নবিদ্ধ করতে পারি, সসমালোচনা করতে পারি, পুলিশের সমালোচনা করতে হলে তাদের উপর যখন অন্যায় হয় এর প্রতিবাদ করতে হবে, সবাই মরলে সামাজিক সংগঠন গুলো প্রতিবাদ করে, পুলিশ মরলে প্রতিবাদ হবেনা কেনো…? তিনি আরো বলেন, “পুলিশ অন্যায় করলে আমরা বিচার চাই, তেমনি ভাবে আজ এস এসপি আনিসুল হক কে নির্মম ভাবে হত্যা করেছে, এর প্রতিবাদ করা বিচার চাওয়া আমাদের নৈতিক দায়িত্ব।
করোনা দুর্যোগকালীন সময়ে সবাই যখন ঘরে ছিলো পুলিশ জীবনের মায়া ত্যাগ করে মানুষের পাশে ছিলো। পুলিশের কোনো ওভার টাইম নেই, ২৪ ঘন্টা ৭ দিন তারা মানুষের সেবায় নিয়োজিত থাকে, চিকিৎসার নামে এই নির্মম হত্যার দ্রুত বিচার করতে হব। একটি বিচারহীনতা শত সহস্র ঘটনার জন্ম দেয়। এ ছাড়াও তিনি সাম্প্রতিক কালের সিনহা হত্যাকান্ডের বিচার চেয়ে বলেছেন, ওসি প্রদীপ ও এস আই আকবরের দ্রুত বিচার চেয়ে প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করেছেন, এবং তরুণ প্রজন্ম কে সব ধরণের অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী আওয়াজ তোলার আহবান জানান। ‘হেল্প ফর হিউম্যান” কুমিল্লা জেলা শাখার সভাপতি শরীফুল ইসলাম সোহাগ ” বলেন ” করোনার সময় পুলিশ জীবন বাজি রেখে দেশ ও জনগনের পাশে ছিলো, রাষ্ট্রের মেধাবী এই সন্তান কে নির্মম ভাবে হত্যা করা হয়েছে এটা আমরা মেনে নিতে পারিনা” ‘হেল্প ফর হিউম্যান” কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক “আজাদ আহমেদ সালাউদ্দিন বলেন ” পুলিশ রাষ্ট্র ও জনগনের জান মাল রক্ষা করে তাদের কে যদি এভাবে হত্যা করা হয় আমরা সাধারণ জনগণ কোথায় যাবো…?
এই ঘটনার দ্রুত বিচার চেয়ে সবাই কে রাজপুথে থাকার আহবান জানিয়েছেন তিনি। মহানগর সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন লিটন ও ১ নং যুগ্ন সাধারণ সম্পাদক শাহিনুর রহমান গীতি তাদের বক্তব্যে এই ঘটনা কে ন্যাক্কারজনক জানিয়ে দ্রুত বিচার চেয়েছেন। এছাড়াও বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি রাশেদ আলম, সহ সভাপতি আইবুল হক অভি, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইমরান আরেফিন ইমু। প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন সরকার প্রমুখ।
মানববন্ধন ও প্রতিবাদ সভার সঞ্চালনায় ছিলেন হেল্প ফর হিউম্যান”কুমিল্লা মহানগর শাখার সিনিয়র সহ সভাপতি ছাত্রনেতা রাশেদ আলম।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ইবির জনসংযোগ দপ্তরের দায়িত্ব পেলেন মো. সাহেদ হাসান

Share the post

Share the postসুবংকর রায়, ইবি প্রতিনিধি : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের নতুন নিয়োগ দেওয়া হয়েছে। এতে পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাহেদ হাসান। আজ বুধবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়। এমসয় অফিস আদেশে বলা হয়েছ- তথ্য, […]

কুমিল্লার মণ্ডপে কোরআন রাখা ব্যক্তির পরিচয় মিলেছে

Share the post

Share the postসিসি ক্যামেরার ফুটেজ দেখে ইকবাল হোসেনকে চিহ্নিত করা হয়েছে বলে কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ জানিয়েছেন। বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যায় তিনি সংবাদমাধ্যমকে জানান, পুলিশের একাধিক সংস্থার তদন্তে এটা সম্ভব হয়েছে। ইকবালকে গ্রেপ্তারে গত কয়েক দিন ধরে চলছে জোর অভিযান।পুলিশ জানায়, রাত আড়াইটা থেকে ভোর সাড়ে ৬টার মধ্যে কুমিল্লার পূজামণ্ডপে কোরআন রাখা হয়। সে […]