ফেনীতে যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দলিয় নেতাদের সুস্থতা কামনায়
শাহাব উদ্দিন ভূঞা ।। কুমিল্লা প্রতিনিধি : ফেনীতে যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, দলিয় নেতাদের সুস্থতা কামনায় যুবদলের সাবেক সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদলের সহ-সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি রফিকুল আলম মজনুর সহধর্মিনী, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি সাইদুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিন সহ দলীয় নেতাকর্মীদের সুস্থতা কামনায় হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার বিকালে শহরের পাগলা মিয়া তাকিয়া মসজিদে দোয়া অনুষ্ঠানে ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম-আহবায়ক এয়াকুব নবী, ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, যুবদলের সহ-সভাপতি হাসানুজ্জামান শাহদাত ও গিয়াস উদ্দিন খন্দকার, দপ্তর সম্পাদক আল ইমরান, সদর উপজেলার সাবেক আহবায়ক আতিকুর রহমান মামুন, যুগ্ম-আহবায়ক কামরুল হাসান, পৌর সমন্বয়ক জাহিদ হোসেন বাবলু ও হায়দার আলী রাসেল পাটোয়ারি প্রমুখ অংশ নেন।