তাহের মনজুর কলেজের অধ্যক্ষ হলেন সন্দ্বীপের কৃতিসন্তান মুকতাদের আজাদ খান
মোঃ ফায়েল মাহামুদ ।। সন্দ্বীপ প্রতিনিধি : চট্রগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের কৃতিসন্তান মুকতাদের আজাদ খান আজ ১ নভেম্বর ২০২০ ইং রোজ রবিবার সীতাকুন্ড ছোট দারোগার হাট তাহের মনজুর কলেজের অধ্যক্ষ পদে যোগদান করেন। তিনি এর পূর্বে চট্রগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলা অবস্থিত আবুল কাশেম হায়দার মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং লরিয়েট কলেজের অধ্যক্ষ পদে দায়িতু পালন করেন।
তিনি চট্রগ্রাম বিশ্ব-বিদ্যালয়ের ৩১ তম ব্যাচের ছাত্র এবং ২০০৩ সাল থেকে তিনি শিক্ষকতা পেশায় যোগ দান করেন। অভিনন্দন ও শুভেচ্ছা মুকতাদের আজাদ খান স্যার কে সীতাকুন্ড দারোগার হাট তাহের মনজুর কলেজের অধ্যক্ষ পদে যোগ দেওয়ার জন্য।