সন্দ্বীপে ইয়ুথ ব্লাড ফাইটার্স এর উদ্যেগে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ এর পৃষ্ঠপোষকতায় “ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প ও আলোচনা সভা ” অনুষ্ঠিত।

Share the post

মোঃ ফায়েল মাহামুদ (সন্দ্বীপ প্রতিনিধি): ৬ই নভেম্বর রোজ শুক্রবার সকাল ১০টায় সন্দ্বীপের বৃহত্তম বাজার আকবার হাটে স্বেচ্ছায় রক্ত দান সংগঠন “ইয়ুথ ব্লাড ফাইটার্স” এর উদ্যেগে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার পৃষ্ঠপোষকতায় বিনামূল্য রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচি ও রক্ত দানে উৎসাহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছিল। এতে ইয়ুথ ব্লাড ফাইটার্স এর সক্রিয় সদস্য আসাদুজ্জামান জাহিদ এর সন্ঞ্চলনায় পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মাধ্যমে শুরু হয়। পবিত্র কোরআন তেলোয়াত করেন সংগঠনের সদস্য মোঃ রিমন তালুকদার। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইয়ুথ ব্লাড ফাইটার্সের সক্রিয় সদস্য আব্দুর রহমান ইমন। এতে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কনসালটেন্ট ডাঃ ওমর নাসিম ফাহিম। উপস্থিত ছিলেন সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সহ সম্পাদক ইলিয়াস সুমন, রক্তিম ব্লাড ডোনার্স সোসাইটির প্রতিষ্ঠাতা পুষ্পেন্দু মজুমদার সংগঠনের সদস্যবৃন্দ সহ অনেকেই। এসময় উপস্থিত অতিথি বৃন্দ বক্তব্যে বলেন- ইয়ুথ ব্লাড ফাইটার্স শুধু একটি রক্ত দান সংগঠন নয় এটি মানবকিতার একটি মূর্ত প্রতীক। আজকের এই ব্লাড গ্রুপিং ক্যাম্প এর উদ্দেশ্য আপনাদের রক্তের গ্রুপ জানিয়ে দিয়ে প্রতিটি ঘরে ঘরে রক্তে দাতা প্রস্তু করে রাখা। আমাদের এমন আয়োজন অব্যাহত থাকবে। বক্তরা আরো বলেন, আমাদের কাজ শুধু এই সন্দ্বীপেরর সীমাবদ্ধ নয় যদি সন্দ্বীপের বাহিরে বাংলাদেশের রাজধানী ঢাকাতেও যদি রক্তের প্রয়োজন হয় আমরা ফাইটার্সরা পাশে থাকব ইনশাল্লাহ্। আমরা ৬৪ জেলায় ঘরে ঘরে রক্ত দাতা তৈরি সম্পন্ন করে এবং যেদিন থেকে রক্তের প্রয়োজনে স্বেচ্ছাসেবীদের কল না দিয়ে নিজেদের মধ্যে থেকে সংগ্রহ করবে সেদিনই আমরা আমাদের সংগঠনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করব।ইনশাল্লাহ। পরিশেষে সংগঠনের উদ্যেগতা আদনান হাবীব মাসুম প্রোগ্রাম পৃষ্ঠাপোষকতায় সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ সহ যারা এই আয়োজনে শ্রম মেধা দিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উক্ত সভা সমাপ্তি করেন। সভা শেষে আকবারহাট বাজারের আশ পাশ এলকার প্রায় শতাধিক মানুষের বিনামূল্য রক্তের গ্রুপ নির্নয় করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

গুপ্তছড়া- কুমিরা ঘাটে ভাড়া বুদ্ধির কারনে প্রতিবাদ সমাবেশ ১১ ফেব্রুয়ারি।

Share the post

Share the postমোঃফায়েল খান (সন্দ্বীপ): গুপ্তছড়া -কুমিরা নৌরুটে স্পীড বোটের ভাড়া বৃদ্ধি,অব্যবস্থাপনা, সামান্য মাল থাকলেও অযৌক্তিক ভাড়া সহ যাত্রীদের সাথে খারাপ ব্যবহারের প্রতিবাদে সন্দ্বীপ ডেভলপমেন্ট ফোরাম লিমিটেড ঢাকার উদ্যোগে এবং সন্দ্বীপ সমাজ উত্তরা ঢাকা, বৃহত্তর মিরপুর সন্দ্বীপ সমাজ ঢাকা, সন্দ্বীপ নদী সিকস্তি কল্যাণ সমিতি, সন্দ্বীপ হরিশপুর নদী সিকস্তি কল্যাণ সমিতি, সন্দ্বীপ ফ্রেন্ডস ক্লাব ও সোনালী […]

সন্দ্বীপ ১৮ বছরের নিচে মোটরসাইকেল চালানো নিষিদ্ধ ।

Share the post

Share the postমোঃ ফায়েল খান,(সন্দ্বীপ): চট্রগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার যানবাহন চলাচলের মধ্যে বেশি চলে মোটরসাইকেল আর তাতে বেড়ে চলছে মোটরসাইকেল এক্সিডেন্ট। তবে এক্সিডেন্ট শতকরা ৮৫ % হচ্ছে ১৮ বছরের নিচে ছেলেরা। তাই চট্রগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ উপজেলার ১৮ বছরের নিচে মোটরসাইকেল নিষিদ্ধ ঘোষনা করছেন এবং তার সাথে অমান্যকারী কে জেল ও জরিমানা […]