তথ্যমন্ত্রীর সুস্থতা কামনায় রাঙ্গুনিয়া আলমশাহপাড়া কামিল বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় বুখারী শরীফ ও দোয়া মাহফিল
তৌহিদুল ইসলাম,রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ করোনা ভাইরাসে আক্রান্ত তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সুস্থতা কামনায় রাঙ্গুনিয়া আলমশাহপাড়া কামিল বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় খতমে বুখারী শরীফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে রাঙ্গুনিয়া আলমশাহপাড়া কামিল বিশ্ববিদ্যালয় মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসা মিলনায়তনে খতমে বুখারী শরীফ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। খতমে বুখারী শরীফে অংশ নেন বিভিন্ন মাদ্রাসার ৩৭জন মুহাদ্দিস। পরে আলমশাহপাড়া জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আলমশাহপাড়া কামিল বিশ্ববিদ্যালয় মাদ্রাসার অধ্যক্ষ মীর মো. জাহাঙ্গীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি জসিম উদ্দিন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালানগর ইউপি চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবী বিভাগের প্রফেসর ড. ফরিদ উদ্দিন ফারুক, জ্যৈষ্ঠপুরা ইসলামীয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মো. মোহছেন আল্- হোসাইনী, মীর গোলাম মোস্তফা বাবুল, মো. জামাল উদ্দিন, আলমগীর হোসেন বাবু, মাহমুদুল হাসান, মো. দিদারুল ইসলাম, মো. হারুন, আবদুল্লাহ আল মামুন প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মীর মো. জাহাঙ্গীর।