

মোঃ আদিব রহমান(মাভাবিপ্রবি প্রতিনিধি):
৩রা অক্টোবর হাল্ট প্রাইজ মাভাবিপ্রবির উদ্যোগে “হাল্ট টক উইথ লিডারস” অনুষ্ঠানটির পঞ্চম সেশন অনুষ্ঠিত হয়েছে। সেশনটি হাল্ট প্রাইজ মাভাবিপ্রবির অফিশিয়াল ফেসবুক পেজ থেকে প্রতি চারদিন পরপর সরাসরি সম্প্রচারিত হচ্ছে রাত ৮ টায়। এই সেশনগুলোতে বিভিন্ন উদ্যোক্তাদের অতিথি হিসেবে নিয়ে এসে তাদের কাছ থেকে শোনা হবে তাদের পথ পাড়ি দেওয়ার গল্প, অভিজ্ঞতা। সঙ্গে তাদের উপদেশ, পরামর্শ তো থাকছেই। এই পুরো আয়োজনে টেকনিক্যাল পার্টনার হিসেবে রয়েছে মেকানিক কই? এছাড়াও মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বাংলা ট্রিবিউন, দেশ সংবাদ, দি বিজনেস স্ট্যান্ডার্ড, চ্যানেল ২১। আর রেডিও পার্টনার হিসেবে রয়েছে রেডিও কার্নিভাল।
আজ “হাল্ট টক উইথ লিডারস” এ অতিথি হিসেবে ছিলেন বুপাস কেনিয়া লিমিটেড এর পরিচালক ও সহ-প্রতিষ্ঠাতা ওয়াইক্লিফ ওমোন্ডি; সেইফহুইল এর সিইও ও সহ-প্রতিষ্ঠাতা রফিক ইসলাম; বই প্রকৌশলী ও জুটেক্স সাইকেল এর সিইও ও সহ-প্রতিষ্ঠাতা সৈয়দ ওয়াসিম উল হুদা। তারা বিভিন্ন সময়ে হাল্ট প্রাইজ এর ফাইনালিস্ট ছিলেন এবং তারা এখন নিজেদেরকে সফল উদ্যোক্তা করে গড়ে তুলেছেন। তারা তাদের উদ্যোক্তা হয়ে ওঠার গল্প, তাদের কি কি বাধার সম্মুখীন হতে হয়েছে, তাদের অভিজ্ঞতা সবার মাঝে তুলে ধরেন।
আজকের সেশনে অতিথিরা হাল্ট প্রাইজে তাদের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। তারা কিভাবে তাদের আইডিয়া নিয়ে হাল্ট প্রাইজের অনক্যাম্পাস, রিজিওনাল, এক্সেলারেটর এবং গ্লোবাল ফাইনাল পর্যন্ত নিজেদের উপস্থাপন করেছেন তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এতে এইবার হাল্ট প্রাইজে অংশগ্রহণ করতে যাওয়া অনেকেই এই সম্পর্কে ধারণা পান।
হাল্ট প্রাইজ ফাউন্ডেশন ইতিমধ্যেই এই বছরের চ্যালেঞ্জের বিষয়বস্তু ঘোষণা করেছে। হাল্ট প্রাইজের এই বছরের বিষয়বস্তু “ভালোর জন্য খাদ্য: পরিবর্তনের জন্য খাদ্যকে যানবাহনে রুপান্তর।” যেখানে টেকসই উন্নয়ন লক্ষমাত্রার ৭টি লক্ষ্য নিয়ে সরাসরি কাজ করা যাবে। আর কিছুদিনের মধ্যে এই বছরের চ্যালেঞ্জও ঘোষণা করতে যাচ্ছে হাল্ট প্রাইজ ফাউন্ডেশন। গতবার মাভাবিপ্রবিতে উল্লেখযোগ্য হারে অনক্যাম্পাস প্রোগ্রামে অংশ নিয়েছিল মাভাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা এবং মাভাবিপ্রবি থেকে বিজয়ী দল অংশ নেয় রিজিওনাল সামিটে