ছিনতাই মামলায় চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার।।

Share the post
আরিফ হোসাইন:
সাধারণ ছিনতাই মামলার আসামি ধরতে গিয়ে পুলিশ পেয়ে গেল শীর্ষ সন্ত্রাসীকে। গত ২৪ সেপ্টেম্বর চট্টগ্রামের কোতোয়ালী থানায় দায়ের হওয়া একটি ছিনতাই মামলার আসামি ওসমান মিয়াকে নগরের আকবরশাহ্ এলাকা থেকে গ্রেফতারের পর পুলিশ জানতে পারে সে ওই এলাকার শীর্ষ সন্ত্রাসী। গ্রেপ্তারের সময় ওসমানের কাছ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গোলা বারুদ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে গ্রেফতার করা হয়েছে ওসমানের সহযোগীক আরিফকেও। তাদের বাড়ি কুমিল্লার বাংলাবাজারে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে আকবরশাহ থানার বিজয়নগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে সিএমপির সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমার নেতৃত্বে একটি টিম। পরে বুধবার দুপুর একটায় মোমিন রোডের উপ-কমিশনার (দক্ষিণ) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিভিন্ন তথ্য জানান উপ-কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান। মেহেদী হাসান বলেন, ওসমান আকবরশাহ এলাকার ত্রাস। সে এলাকায় অবৈধভাবে জমি দখল, ছিনতাই এবং বিভিন্ন অপরাধের সাথে যুক্ত। আসামিদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে আকবরশাহ থানায় মামলা দয়ের করা হয়েছে। তার বিরুদ্ধে ১০টির অধিক মামলা রয়েছে। পুলিশ জানায়, ওসমানের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ককটেল ও ১১টি রামদা উদ্ধার করা হয়েছে।
সংবাদ সম্মলনে সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মোহাম্মদ আবদুর রউফ, সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা, কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে বঙ্গবন্ধু টানেল

Share the post

Share the postনিউজ ডেস্ক , চট্টগ্রাম চট্টগ্রাম চেম্বারের গোলটেবিল বৈঠকে এফবিসিসিআই সভাপতি পরিপূর্ণ সুফল পেতে ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণে গুরুত্ব আজাদী প্রতিবেদন | রবিবার , ২২ অক্টোবর, ২০২৩  বঙ্গবন্ধু টানেল দেশের পূর্বাঞ্চল বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর এবং ভারতের সেভেন সিস্টারস–এর মধ্যে সংযোগ হিসেবে কাজ করবে। উদ্বোধনের অপেক্ষায় থাকা বঙ্গবন্ধু টানেল নিয়ে গতকাল নগরীর আগ্রাবাদ […]

মানবতার ফেরিওয়ালা চট্টগ্রাম মহানগরের উদ্যোগে শীতকালীন কম্বল বিতরণ

Share the post

Share the postচট্টগ্রাম সংবাদ: মানবতার ফেরিওয়ালা চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকে চট্টগ্রাম নগরীর মধ্যরাতে নগরের জামালখান,চকবাজার,চট্টগ্রাম মেডিকেল,ওয়াসা,কাজির দেউড়ি,সিআরবি,দেওয়ানহাট সহ বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়। রাতের আঁধারে এই তীব্র শীতে কষ্ট পাচ্ছে, তাদের কষ্টকে লাঘব করতে এই শীতকালীন কম্বল বিতরণ করা হয়। মানবতার ফেরিওয়ালার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মশিউর রহমানের নির্দেশনা মোতাবেক মানবতার ফেরিওয়ালার চট্টগ্রাম […]