ফেসবুক আইডি ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদে রাজা শাহ আলম চৌধুরীর প্রতিবাদ

Share the post

সোহেল রানা,উখিয়া প্রতিনিধি:অনলাইন পোর্টাল কক্সবাজার ভিশন ডটকম ও বিভিন্ন জনের ফেসবুক আইডিতে আমাকে নিয়ে প্রচারিত বিভ্রান্তিকর সংবাদ আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি উক্ত মিথ্যা ভিত্তিহীন ও অবাস্তব সংবাদের তীব্র প্রতিবাদ, ক্ষোভ ও নিন্দা জানাচ্ছি। মূলত সম্প্রতি আমাকে আহবায়ক মনোনীত করে উখিয়া উপজেলা আওয়ামীলীগের একটি সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান। এ কমিটিকে উখিয়া তৃণমূল আওয়ামীলীগ থেকে শুরু করে সর্বস্তরের আওয়ামীলীগ নেতাকর্মী, উখিয়ার আপামর জনগণ স্বত:স্ফুতভাবে আমাকে স্বাগত জানায়। তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা উজ্জীবিত হয়। সর্বত্র প্রাণচাঞ্চল্য ফিরে আসে।তবে এতে কতিপয় অর্থ ও ক্ষমতা লোভী ব্যক্তির মনঃক্ষুণ্ণ হয়। তারা আমার উপর ক্ষুব্ধ হয়ে নানা বিভ্রান্তিকর অপপ্রচারের আশ্রয় নেয়। ওই ষড়যন্ত্রের অংশ হিসেবে এ চক্রটি টাকা দিয়ে রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে আমাকে রোহিঙ্গা নেতা হিসেবে আখ্যায়িত করে আমার জন্য দোয়া মাহফিল আয়োজন করে। ওই মোনাজাতেই উল্লেখ আছে, পালংখালীর এক নেতা তাদের দোয়া মাহফিল করতে বলেছেন। এতে প্রতিয়মান হয়, এটি একটি পরিকল্পিত ও গভীর ষড়যন্ত্র। আমি সকলের জ্ঞাতার্থে বিনয়ের সাথে জানাতে চাই, আওয়ামীলীগের রাজনীতিতে আমি উড়ে এসে জুড়ে বসিনি। আমি ১৯৭১ সালে পাকিস্তানের পতাকা পুড়িয়ে ফেলি এবং জয় বাংলা বাহিনীর সাথে যুক্ত হয়ে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রিয় ভাবে অংশগ্রহণ করি। ছাত্রজীবনে ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলাম। ১৯৭২ সালে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করি। ১৯৭৩ সালে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করি। কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, প্রয়াত জননেতা একেএম মোজাম্মেল হক ও সালাহ উদ্দিন আহমেদ সিআইপি কমিটির অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। এডভোকেট সিরাজুল মোস্তফা ও মেয়র মুজিবুর রহমানের নেতৃত্বাধীন বর্তমান জেলা আওয়ামীলীগের কমিটির সহসভাপতি। আমি কক্সবাজার জেলা আওয়ামীলীগ কতৃক গঠিত উখিয়া-টেকনাফ সাংগঠনিক টিমের টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার ছোট ভাই রশিদুল আলম রুবেল সাংগঠনিক দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হয়েছেন। ১৯৮৫ সালের ৩১ ডিসেম্বর নাজিরহাট কলেজের নির্বাচিত জিএস আমার ছোটভাই রশিদুল আলম রুবেলকে শিবিরের অস্ত্রধারী সন্ত্রাসীরা নির্মম নিষ্ঠুর ভাবে হত্যা করেন। তার মৃত্যুর পর বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, মানবতার মা, আমাদের শান্তনা দিতে আমাদের ঘরে আসেন। অথচ মূর্খরা প্রকৃত সত্য না জেনে মিথ্যা প্রচারণায় লিপ্ত রয়েছে। ষড়যন্ত্রকারী ও মিথ্যাচার কারীদের জানা উচিত, মিথ্যা ক্ষণস্থায়ী, সত্য চিরস্থায়ী। মিথ্যার উপর দাঁড়িয়ে সত্যের সাথে যুদ্ধ হয় না, যুদ্ধ করে ঠিকাও যায় না। আমি আমার বিরুদ্ধে প্রচারিত উক্তরুপ জঘন্য মিথ্যাচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এহেন মিথ্যা, অবাস্তব, পরিকল্পিত ও ভিত্তিহীন সংবাদে কোন দায়িত্বশীল মহলকে বিভ্রান্ত না হওয়ার বিনীত অনুরোধ জানাচ্ছি এবং যারা আমার বিরুদ্ধ এসব মিথ্যা প্রবাগান্ডা ছাড়িয়েছেন, শেয়ার করেছেন, নিউজ ছাপিয়েছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষনা দিচ্ছি। সংশ্লিষ্ট জড়িত সকলের বিরুদ্ধে শীঘ্রই আমি ডিজিটাল প্রযুক্তি আইনি মামলা করব। পরিশেষে জেলা আওয়ামীলীগের সম্মানিত নেতৃবৃন্দ, যারা আমাকে উখিয়া উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মনোনীত করেছেন, তাদের বিনয়ের সাথে বলছি, আওয়ামীলীগের রাজনীতিতে আমার চেয়ে উপযুক্ত, গ্রহণযোগ্য নিবেদিত প্রাণ মানুষ রয়েছে, প্রয়োজনে তাদের দায়িত্ব দিন। আমি সংগঠনের স্বার্থে আপনাদের পছন্দের মনোনীত নেতার নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নিতে অতীতের মতো সর্বাত্মক সহযোগিতা করে যাবো। তারপরও আমার, ও আমার পরিবারের সদস্যদের সম্মান হানী না করার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রতিবাদকারী শাহ আলম চৌধুরী রাজা আহবায়ক সম্মেলন প্রস্তুতি কমিটি উখিয়া উপজেলা আওয়ামীলীগ। সহসভাপতি কক্সবাজার জেলা আওয়ামীলীগ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

চকরিয়া কাকারা বনকর্মীদের উপর হামলা

Share the post

Share the postফয়সাল আলম সাগর: চকরিয়ার কাকারা বনবিটের সংরক্ষিত বনাঞ্চলের গাছ দিনে-দুপুরে কেটে উজাড় প্রতিযোগিতার মূখে বনকর্মী কর্তৃক বাঁধা প্রদানে ক্ষিপ্ত হয়ে স্হানীয় এনাম মেম্বারের ছেলে ও ভাইয়ের নেতৃত্বে বনদস্যুরা হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এসময় ৫জন বনকর্মী আহত হয়েছেন। রবিবার (২ জুন) দুপুরে কাকারা বন বিটের শাহ ওমর নগর এলাকার বনাঞ্চলে এঘটনা ঘটেছে। আহতরা […]

ইউনিয়ন পরিবার পরিকল্পনা কমিটির সদস্যদের সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

Share the post

Share the postকক্সবাজার: কুতুবদিয়ায় আলী আকবর ডেইল ইউনিয়ন পরিবার পরিকল্পনা কমিটির সমস্যদের সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯মে) সকাল ১০টায় আলী আকবর ডেইল ইউপি হলঘরে ইউপি সদস্য শামসুল আলমের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পিএইসডি এনজিও সংস্থার মাঠ সমন্বয়ক কামল উদ্দিন, সাংবাদিক কাইছার সিকদার, ইউপি সদস্য সুজন সিকদার, ফরহাদ প্রমুখ