রাঙ্গুনিয়ায় গলাকাটা লাশ উদ্ধার

Share the post

তৌহিদুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১আগস্ট) সকালে একটি কালভার্টের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ওই ব্যক্তির নাম মো. জাফর(৩৫)। সে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের দক্ষিণ খন্ডলিয়া পাড়া এলাকার নুরুচ্ছাফার পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জাফর শারীরিক প্রতিবন্ধী ছিলেন। সে রাজার হাটের পশ্চিম মোড়ে ভাসমান একটি চায়ের দোকান করত। রাতে তার দোকানের দ্রব্য সামগ্রী পাশের একটি দোকানে রাখত। কিন্তু চার দিন যাবত ওই দোকানদার না থাকায় জাফর নিজেই তার ভাসমান দোকানে থাকতেন। আজ সকালে খবর আসে একটি কালভার্টের নিচে জাফরের লাশ পড়ে আছে। পরে আমরা গিয়ে লাশ বাড়িতে নিয়ে আসি। নিহত জাফরের স্ত্রী দিলু আরা বেগম জানান, এক মাস আগে তার স্বামীর সাথে মোবাইল সংক্রান্ত বিষয়ে এক অটোরিকশা (সিএনজি) চালক এবং সেখানে থাকা এক যাত্রীর সাথে কথা কাটিকাটি হয়। এ নিয়ে পারুয়া ইউনিয়ন পরিষদে বিচারও হয়েছিল। তখন অটোরিকশায় থাকা ওই ব্যক্তি তাকে দেখে নেওয়ার হুমকি দেয়। তার জের ধরেই এই হত্যাকান্ড হতে পারে বলে ধারণা করছেন তিনি। তিনি আরো বলেন, আমার দুই সন্তান তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে পড়ে। তারা এখনো ছোট। কিভাবে আমি সংসার চালাবো আমার জানা নেই। এসব বলতে বলতে বারবার মুর্চা যান তিনি। এদিকে হত্যাকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাঙ্গুনিয়া সার্কেলের এএসপি মো. আনেয়ার হোসেন শামীম। এসময় তিনি নিহতের পরিবার এবং স্থানীয়দের সাথে কথা বলে ঘটনার বিভিন্ন আলামত সংগ্রহ করেন। এএসপি মো. আনেয়ার হোসেন শামীম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকান্ড বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এদিকে এক সপ্তাহের ব্যবধানে রাঙ্গুনিয়ায় ঘটে যাওয়া দুটি হত্যাকান্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয়রা। উল্লেখ্য এর আগে ১৫ আগস্ট উপজেলার শিলক ইউনিয়নে দুর্বৃত্তের ছুরিখাঘাতে খুন হয় এক যুবক। সাতদিন পেরুলেও এখনো ধরা ছোঁয়ার বাইরে আসামিরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ছেলে হত্যার বিচার চান সাকিবের মা ফিরোজা

Share the post

Share the postচট্টগ্রাম প্রতিনিধি: বাকলিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে ছোট ভাইকে হত্যা করে বড় ভাইদের ফাঁসাতে মরিয়া একাধিক বিএনপি নামধারী। সাবেক সরকার দলীয় সংগঠন আওয়ামী সেচ্ছাসেবক লীগের নেতারা এখন সেজেছে বিএনপি। আওয়ামী লীগের সরকার আমলে  মাদক বিক্রি থেকে শুরু করে এমন অপরাধ করেনি বাকী নাই তারা। নতুন সরকার দায়িত্ব নেয়ার পর পুলিশ কাজে ফিরলেও তাদের তৎপরতা […]

বিএনপি নেতার নাম ভাঙ্গিয়ে বন্দর শ্রমিক-কর্মচারী কার্যালয়ে হামলা

Share the post

Share the postআবুল হাসনাত মিনহাজ: চট্টগ্রাম পোর্ট এজেন্টস্ ষ্টিভিডোরস্ এন্ড কন্ট্রাক্টরস্  এমপ্লয়িজ ইউনিয়ন এর কার্যালয়ে একদল দুর্বৃত্তের হামলা ও লুটপাটের অভিযোগের তথ্য পাওয়া গেছে।  বিকালে নগরীর বন্দর থানা ফকির হাট এলাকায় অবস্থিত কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। শ্রমিকদের পূর্বঘোষিত একটি মিটিংয়ে অতর্কিত ১৫ থেকে ১৬ জন লোক জোরপূর্বক ঢুকে হামলা চালায়। হামলায় দুর্বৃত্তরা শ্রমিক-কর্মচারীদের মারধরসহ […]