রাঙ্গুনিয়ায় গলাকাটা লাশ উদ্ধার

Share the post

তৌহিদুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১আগস্ট) সকালে একটি কালভার্টের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ওই ব্যক্তির নাম মো. জাফর(৩৫)। সে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের দক্ষিণ খন্ডলিয়া পাড়া এলাকার নুরুচ্ছাফার পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জাফর শারীরিক প্রতিবন্ধী ছিলেন। সে রাজার হাটের পশ্চিম মোড়ে ভাসমান একটি চায়ের দোকান করত। রাতে তার দোকানের দ্রব্য সামগ্রী পাশের একটি দোকানে রাখত। কিন্তু চার দিন যাবত ওই দোকানদার না থাকায় জাফর নিজেই তার ভাসমান দোকানে থাকতেন। আজ সকালে খবর আসে একটি কালভার্টের নিচে জাফরের লাশ পড়ে আছে। পরে আমরা গিয়ে লাশ বাড়িতে নিয়ে আসি। নিহত জাফরের স্ত্রী দিলু আরা বেগম জানান, এক মাস আগে তার স্বামীর সাথে মোবাইল সংক্রান্ত বিষয়ে এক অটোরিকশা (সিএনজি) চালক এবং সেখানে থাকা এক যাত্রীর সাথে কথা কাটিকাটি হয়। এ নিয়ে পারুয়া ইউনিয়ন পরিষদে বিচারও হয়েছিল। তখন অটোরিকশায় থাকা ওই ব্যক্তি তাকে দেখে নেওয়ার হুমকি দেয়। তার জের ধরেই এই হত্যাকান্ড হতে পারে বলে ধারণা করছেন তিনি। তিনি আরো বলেন, আমার দুই সন্তান তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে পড়ে। তারা এখনো ছোট। কিভাবে আমি সংসার চালাবো আমার জানা নেই। এসব বলতে বলতে বারবার মুর্চা যান তিনি। এদিকে হত্যাকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাঙ্গুনিয়া সার্কেলের এএসপি মো. আনেয়ার হোসেন শামীম। এসময় তিনি নিহতের পরিবার এবং স্থানীয়দের সাথে কথা বলে ঘটনার বিভিন্ন আলামত সংগ্রহ করেন। এএসপি মো. আনেয়ার হোসেন শামীম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকান্ড বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এদিকে এক সপ্তাহের ব্যবধানে রাঙ্গুনিয়ায় ঘটে যাওয়া দুটি হত্যাকান্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয়রা। উল্লেখ্য এর আগে ১৫ আগস্ট উপজেলার শিলক ইউনিয়নে দুর্বৃত্তের ছুরিখাঘাতে খুন হয় এক যুবক। সাতদিন পেরুলেও এখনো ধরা ছোঁয়ার বাইরে আসামিরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ রাউজান এর ধর্ষণবিরোধী মশাল মিছিল

Share the post

Share the postমিলন বৈদ্য শুভ,রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : lkসাম্প্রতিক সময়ে দেশব্যাপী সংগঠিত ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাড়াও এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় ধর্ষকদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাউজান। গত মঙ্গলবার, ১১ মার্চ রাতে রাউজান পৌরসভার গহিরা চত্বর থেকে মশাল মিছিল […]

চট্টগ্রামে প্রশাসন সামলাচ্ছেন ১৯ নারী

Share the post

Share the postচট্টগ্রাম: চট্টগ্রামে গুরুদায়িত্ব কাঁধে নিয়ে প্রশাসন সামলাচ্ছেন ১৯ নারী। যারা নিজ নিজ দপ্তরে কেউ অতিরিক্ত বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পালন করছেন।২০২৪ সালের ২৭ নভেম্বর থেকে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) পদে দায়িত্ব পালন করছেন শারমিন জাহান। বিভাগের ১১ জেলায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে নিজেকে সামিল রেখেছেন।প্রশাসন ক্যাডারের ২১তম […]