Originative 360 লকডাউনে Unleash your talent স্লোগানে আয়োজন করেছে ক্রিয়েটিভিটির মিলনমেলা

Share the post

কায়সার আহমেদ চৌধুরী(বিশ্ববিদ্যালয় প্রতিনিধি):
লকডাউনে সবাই ই ঘরবন্দী। শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত সব ই বন্ধ কিন্তু নিজের ভিতরে ধারন করা ট্যালেন্টের তো কোনো প্রতিষ্ঠান লাগে না।
কেউ ভালো গান পারে তো আবার কেউ ছবি আঁকতে পারে আবার কেউ না ছবি ক্লিক করতে পারে, কেউ আবার মেহেদী আর্ট কিংবা ইলাস্ট্রেটর ডিজাইন করতে পারে। আছেন কেউ কেউ মনোমুগ্ধকর আবৃত্তি করে হৃদয়ে সাহিত্যের বীজ রোপণ করতে কেউ বা আছেন বাস্তবিক কাল্পনিক গল্প কবিতা লিখে সাহিত্যের রাজ্যে ভাসাতে। অনেকে তো আবার রান্না করেন খুব ভালো কেউবা আছেন মুভি দেখে ভালো রিভিউ দেয়।

এই সব কিছুকে একত্রে এক প্লাটফর্মে নিয়ে এলো যেন, “ORIGINATIVE 360″।
নাম টা শুনলেই মেধার রূপ সব ফুটে উঠছে।৩৬০ ডিগ্রির সকল ট্যালেন্ট ই একই প্ল্যাটফর্মে একসাথে সবাই মিলে অংশগ্রহনের মাধ্যমে।

তাদের প্রমোটিং পার্টনার হিসেবে আছে এই ইভেন্টে “Rong cha “, “Eventaholic”, এবং “রোটারি ক্লাব অফ চট্টগ্রাম মেট্রোপলিটন”.

” Originative 360 Series Competition ” এর কিছু খুটিনাটি তথ্য হলো,

১. মোট প্রতিযোগী ১১০৯ জন

২.পুরুষ প্রতিযোগী রয়েছেন ৩৯.৪% অর্থাৎ ৪৩৭ জন।

৩. নারী প্রতিযোগী রয়েছেন ৬০.৬% অর্থাৎ ৬৭২ জন।

৪. পুরুষের প্রতিযোগীর সংখ্যা কম হলেও ১ম সপ্তাহের ফলাফলে ‘ শীর্ষ ৩ ‘ এ পুরুষ প্রতিযোগীর সংখ্যা ই বেশি।

৫. কিন্তু সেরা ২০ এর এর মধ্যে নারীদের সংখ্যা ই সবচেয়ে বেশি।

৬. প্রতিযোগিতায় সর্বকনিষ্ঠ প্রতিযোগীর বয়স মাত্র ১০।সে ক্লাস থ্রি তে পড়ে।তার অভিভাবক পেইজে যোগাযোগ করে রেজিষ্ট্রেশন করেন।নাম ‘উম্মে হাফিজা’

৭. আর সবচেয়ে বয়স্ক পার্টিসিপ্যান্ট এর বয়স মাত্র ৩৬ বছর!! জন্ম ১৯৮৪ সালের ১৭ ফেব্রুয়ারি।তিনি আর্ট ক্যাটাগরিতে অংশ নিয়েছেন।

নিজের মেধা প্রকাশে বয়স কখনোই কোনো বাধা হয় না.

৮. মোট প্রতিযোগীর অর্ধেকের ও বেশি (৫৩.৩%) অর্থাৎ ৫৯১ জন ই আন্ডারগ্র‍্যাজুয়েট।

পড়াশোনার পাশাপাশি নিজের ট্যালেন্ট প্রকাশে এগিয়ে এসেছেন.

৯.তারপরই সবচেয়ে বেশি প্রতিযোগী রয়েছে উচ্চ মাধ্যমিক অধ্যয়নরত রা,২৭২ জন।

অর্থাৎ নেক্সট জেনারেশন স্বাভাবিকভাবেই বেশ মেধা এবং দক্ষতার পরিচয় দিবে দেশের প্রতিটি ক্ষেত্রে।

১০. বাংলাদেশের মোট ৩৭ টি জেলা থেকে রেজিস্ট্রেশন করেছেন পার্টিসিপ্যান্ট রা।

নেক্সট ইভেন্টগুলোতে ৬৪ জেলায় ই পৌছানোর টার্গেটে এগিয়ে যাচ্ছে তারা।

১১. সবচেয়ে বেশি রেজিষ্ট্রেশন করেছে রাজধানী ঢাকা থেকে।

১২. বাংলাদেশ ছাড়াও মোট ৭ টি দেশের প্রবাসী রা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে.

১৩. সবচেয়ে বেশি অংশ নিয়েছে ওমান থেকে ৪ জন!!

দ্বিতীয় সর্বোচ্চ আরব আমিরাত হতে ২ জন!!

নিউইয়র্ক হতে ২ জন!!

এছাড়াও আছে ভারত, ভিয়েতনাম এবং কানাডা থেকে।

১৪. অন্য দেশ থেকে অংশগ্রহণকারী সবাই প্রবাসী হলেও ১২ জন বিদেশী পার্টিসিপ্যান্ট রয়েছে ভিয়েতনাম এবং ভারত হতে।

১৫. ইভেন্টের ব্যাপারে পেইজে মেসেজ দিয়েছে ৭৪২ জন এখন পর্যন্ত!কল দিয়েছে ২৫২ জন।

দ্বিতীয় সপ্তাহের রেজিস্ট্রেশন চলবে আগামী ১৯ জুলাই পর্যন্ত।

প্রতিযোগিতার শেষ দিন হলো ২০ জুলাই রাত ১১ টা ৫৯ মিনিট।

তাদের নেক্সট ইভেন্ট শুরু হতে যাচ্ছে আগামী সপ্তাহ থেকেই।
ভিন্ন ভাবে, ভিন্ন আঙ্গিকে।

টপ পার্টিসিপ্যান্টদেরকে নিয়ে গ্রুমিং সেশন তো থাকছেই

কি সুন্দর একটি প্লাটফর্ম।এই লকডাউনে মন কে প্রশান্তি এনে দিতে এই আয়োজন যেন আসলেই প্রশান্তিকর ও উপভোগ্য।
ধন্যবাদ Originative 360 কে এত অসাধারণ এবং বড় পরিসরের প্রতিযোগিতামূলক ইভেন্ট আয়োজনের জন্য।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ রাউজান এর ধর্ষণবিরোধী মশাল মিছিল

Share the post

Share the postমিলন বৈদ্য শুভ,রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : lkসাম্প্রতিক সময়ে দেশব্যাপী সংগঠিত ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাড়াও এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় ধর্ষকদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাউজান। গত মঙ্গলবার, ১১ মার্চ রাতে রাউজান পৌরসভার গহিরা চত্বর থেকে মশাল মিছিল […]

চট্টগ্রামে প্রশাসন সামলাচ্ছেন ১৯ নারী

Share the post

Share the postচট্টগ্রাম: চট্টগ্রামে গুরুদায়িত্ব কাঁধে নিয়ে প্রশাসন সামলাচ্ছেন ১৯ নারী। যারা নিজ নিজ দপ্তরে কেউ অতিরিক্ত বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পালন করছেন।২০২৪ সালের ২৭ নভেম্বর থেকে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) পদে দায়িত্ব পালন করছেন শারমিন জাহান। বিভাগের ১১ জেলায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে নিজেকে সামিল রেখেছেন।প্রশাসন ক্যাডারের ২১তম […]