ফটিকছড়ি কোভিড হাসপাতালে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আর্থিক সহায়তা প্রদান
(মিনহাজ উদ্দিন সিদ্দিকী, ফটিকছড়ি): চিকিৎসা সেবায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীরাও এগিয়ে আসতে হবে। বৈশ্বিক মহামারী করোনায় আক্রান্তদের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কোভিড-১৯ বিভাগের জন্য উপজেলা প্রশাসনের আপদকালীন ফান্ডে পয়ষট্টি হাজার টাকা সহায়তা প্রদান করেন ফটিকছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। ১৫ জুলাই সকালে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সায়েদুল আরেফিনের হাতে এ সহায়তা হস্তান্তর করা হয়। আর্থিক সহায়তা প্রদানকালে ফটিকছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোস্তাকিম চৌধুরী টিটু, এডভোকেট খোরশেদ আলম, মাস্টার নাসির উদ্দিন, মাস্টার মোহাম্মদ শাহাজাহান, মিশু শিকদার, মুজিবুল হক, এ বি সিদ্দিকী ইবনু, আশরাফ ইনু, ফয়সাল, চৌধুরী জনি, ফেরদৌস আলম আরজু, মনির হোসেন, মোহাম্মদ পারভেজ, বায়জীদ, এমরান হোসেন, পেয়ার আহমেদ আফিফ, শারমিন নুপুর, মোহাম্মদ আফসার, জনি, ওসমান প্রমুখ। অর্থ গ্রহণকালে নির্বাহী অফিসার সায়েদুল আরেফিন বলেন, করোনা মহামারীর প্রকোপ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। দিন দিন আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা বাড়ার সাথে সাথে প্রয়োজনীয় চিকিৎসা সেবারও ঘাটতি দেখা যাচ্ছে। বিনা চিকিৎসায় মারা যাচ্ছে অনেকেই। এ কঠিন সময়ে সরকারের পাশাপাশি আক্রান্তদের চিকিৎসা সেবা দেওয়ার মত পরিবেশ তৈরি করতে সমাজের বিত্তশালীরা এগিয়ে আসতে হবে।