সাপোর্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে গাউছিয়া কমিটি বাংলাদেশ ও আল-মানাহিলের নিকট সুরক্ষা সামগ্রী হস্তান্তর
করোনার করাল গ্রাসে যখন সারাবিশ্ব বিপর্যস্ত ঠিক তখন মানবতার ডাকে সাড়া দিয়ে গড়ে উঠে সাপোর্ট ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় করোনাকালীন ফ্রন্টলাইনার ক্ষ্যাত স্বেচ্ছাসেবী সংগঠন সমূহের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের লক্ষে সাপোর্ট ফাউন্ডেশন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদানের উদ্যোগ গ্রহণ করে, এরই অংশ হিসেবে আজ আল-মানাহিল ফাউন্ডেশন ও গাউছিয়া কমিটি চট্টগ্রাম শাখার নিকট স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর মধ্যে উল্লেখযোগ্য ছিল পিপিই,ফেইস শিল্ড,মাস্ক ইত্যাদি। হস্তান্তর অনুষ্ঠানে আল মানাহিল ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান নির্বাহী ফরিদ উদ্দিন জমির এবং গাউছিয়া কমিটি বাংলাদেশের পক্ষে এ সময় উপস্থিত ছিলেন আন্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নীয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মোহাম্মদ মহসিন, গাউছিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ পেয়ার মোহাম্মদ, সিটি কর্পোঃ নির্বাহী প্রকৌশলী

আলহাজ মির্জা ফজলুল কাদের, গাউছিয়া কমিটি বাংলাদেশের সদস্য শাহাদাৎ হোসেন রুমেল, আলহাজ মোহাম্মদ হোসেন খোকন, প্রোগ্রাম কোর্ডিনেটর মির্জা সায়েম সহ প্রমুখ । এসময় সাপোর্ট ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আরমান করিম চৌধুরি,কাজী মোহাম্মদ ওমর গালিব ও প্রতিষ্ঠাতা সদস্য কাজী মোহাম্মদ ওমর আলিফ,তানভীর আহমেদ সিদ্দিকী ও আবরার মোস্তফা। উল্লেখ্য,সাপোর্ট ফাউন্ডেশন গত জুনের ৮ তারিখ করোনা আইসোলেশন সেন্টার চট্টগ্রামে চিকিৎসা সামগ্রী হস্তান্তর করে।এছাড়াও নানামুখী উদ্যোগ নিয়ে করোনাকালীন সময়ে কাজ করে যাচ্ছে সাপোর্ট ফাউন্ডেশন।