করোনা আক্রান্তদের জন্য মেয়র প্রার্থী রেজাউল করিমের ‘মুক্তি আইসোলেশন সেন্টার’

Share the post

চট্টগ্রাম সিটি: করোনা আক্রান্তদের জন্য নগরীর বাকলিয়ায় ব্যক্তি উদ্যোগে ৫০ শয্যার করোনা আইসোলেশন সেন্টার করছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী।ইতোমধ্যে স্থান নির্বাচন ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ক্রয়সহ প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। নগরীর কালামিয়া বাজার সংলগ্ন ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টারে ‘মুক্তি আইসোলেশন সেন্টার’ নামে করোনা ডেডিকেটেড আইসোলেশন সেন্টারটি প্রস্তুত করা হচ্ছে। সেখানে প্রয়োজনীয় অক্সিজেন সাপোর্টসহ কোভিড পজেটিভ রোগীদের সেবা দেওয়া হবে। ১৬ জুন মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় আইসোলেশন সেন্টারটির অগ্রগতি পরিদর্শনে যান মেয়র প্রার্থী আলহাজ্ব এম রেজাউল করিম চৌধুরী। আইসোলেশন সেন্টারটি পরিদর্শনকালে তিনি বলেন, ‘ব্যক্তিগত উদ্যোগে এলাকায় এলাকায় আইসোলেশন সেন্টার ও আইসিইউ হাসপাতাল গড়ে তুলতে হবে। চট্টগ্রামে মৃত্যুর মিছিল বন্ধ করতে হবে।’ তিনি আরো বলেন, ‘বাংলাদেশের মানুষ মানবতাবাদী। একাত্তরের মুক্তির সংগ্রামে ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঝাঁপিয়ে পড়েছিলেন। একইভাবে যেকোনো দুর্যোগ মোকাবেলাতেও দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। আজকের করোনার এই মহাদুর্যোগ মানবতার হাত ধরে সকলকে এলাকায় এলাকায় আইসোলেশন সেন্টার বানানোর পাশাপাশি অক্সিজেন সরবরাহ অব্যাহত রাখতে হবে। একইসাথে সময়ের সাহসী যোদ্ধা ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের মানবতার সেবায় এগিয়ে আসতে হবে।’ করোনা চিকিৎসায় শিল্পপতি ও ব্যবসায়ীদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান মেয়রপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম.রেজাউল করিম চৌধুরী। এসময় তাঁর সাথে ছিলেন, সাবেক সিভিল সার্জন ডা. সরফরাজ খান চৌধুরী বাবুল, রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রামের চেয়ারম্যান বিএমএ কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শেখ শফিউল আজম, চট্টগ্রাম মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. নাসির উদ্দিন মাহমুদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. মিনহাজুর রহমান, স্থানীয় কাউন্সিলর মো. হারুনর রশিদ, কাউন্সিলর আশরাফুল আলম, ট্রেড ইউনিয়ন নেতা মো. ইফতেখার কামাল খান, সাবেক মহানগর ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতা ফরিদ নেওয়াজ, ৩৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ আসলাম, কাউন্সিলর প্রার্থী রোজী আক্তার, আওয়ামী লীগ নেতা শাহাদাত আল নূরীসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

রাউজানে ঐতিহাসিক বদর দিবসে গাউসিয়া কমিটি উপজেলা উত্তর শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Share the post

Share the postমিলন বৈদ্য শুভ, রাউজান চট্টগ্রাম গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা উত্তর শাখার ব্যবস্থাপনায় ১৭ই রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। ১৮ই মার্চ মঙ্গলবার বিকেলে রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সাবেক দাওয়াতে খাইর সম্পাদক […]

দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে বঙ্গবন্ধু টানেল

Share the post

Share the postনিউজ ডেস্ক , চট্টগ্রাম চট্টগ্রাম চেম্বারের গোলটেবিল বৈঠকে এফবিসিসিআই সভাপতি পরিপূর্ণ সুফল পেতে ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণে গুরুত্ব আজাদী প্রতিবেদন | রবিবার , ২২ অক্টোবর, ২০২৩  বঙ্গবন্ধু টানেল দেশের পূর্বাঞ্চল বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর এবং ভারতের সেভেন সিস্টারস–এর মধ্যে সংযোগ হিসেবে কাজ করবে। উদ্বোধনের অপেক্ষায় থাকা বঙ্গবন্ধু টানেল নিয়ে গতকাল নগরীর আগ্রাবাদ […]