চট্টগ্রামে করোনায় আরেক চিকিৎসকের মৃত্যু
চট্টগ্রাম সিটি: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা.মুহিদ হাসান করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে।
বৃহস্পতিবার ( ৪ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
চট্টগ্রাম বিএমএ চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী মৃত্যুর বিষয়টি সিভয়েসকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, আমাদের আরেক সহকর্মী আইসিইউতে চিকিৎসাধীন মৃত্যু বরণ করেছেন। ঈদের পরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিল। আজ বৃস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে তার মৃত্যু হয় ।
এর আগে গতকাল বুধবার দুপুরে চট্টগ্রামে মেরিন সিটি মেডিকেলের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মেডিসিন বিশেষজ্ঞ ডা. এহসানুল করিম করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ।