রাজপথ নয়, সিটি নির্বাচনের প্রচারণা ডিজিটাল মাধ্যমেও

Share the post

শুধু রাজপথে নয়, সিটি নির্বাচনের প্রচারণা চলছে ডিজিটাল মাধ্যমেও। কেউ কেউ বেছে নিয়েছেন ব্যতিক্রমী সব উপায়। ভোটের ফলাফল যাই হোক, এর মধ্যেই প্রচারণায় নজর কাড়তে সক্ষম হয়েছেন প্রার্থীদের অনেকে। পিছিয়ে নেই মেয়র প্রার্থীরাও। ভোটোরদের কাছে তাদের প্রতিশ্রুতি আর কর্মসূচি জানাচ্ছেন গানে গানে।

এরমধ্যেই ভাইরাল হয়ে গেছে গানটি। লক্ষাধিক দর্শকের কাছে পরিচিত তাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলর প্রার্থী ডেইজি আপা। পাড়ায় মহল্লায় তার প্রচারণায়ও প্রাধান্য পাচ্ছে এই গান।

জানালেন, ভিন্নধর্মী এ গানের কারণে দেশ বিদেশ থেকে পাচ্ছেন প্রচুর সাড়া।

কাউন্সিলর পদপ্রার্থী ডেইজি সারোয়ার বলেন, আমি সব সময় ভিন্ন কিছু করার চেষ্টা করি। এই গানটি ১৫ লাখ ভিউ হয়ে গেছে। আমেরিকা লন্ডন কানাডা থেকে ফোন দিচ্ছে, নির্বাচন বিষয়ে কথা হচ্ছে।

শুরু থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব উপস্থিতি মেয়র প্রার্থীদের। কারো ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা ৬ লাখ তো, কারো ৪০ লাখ। ভোটের আগেই যেন অন্য ভোট সেখানে।

প্রচারণার নানা রং, নানা ঢং। এক একের জনের গানে একেক কথা, একেক সুর। তবে সালাম দিয়ে ভোটটা চাইতে ভুলছেন না কেউ।

সাধারণ ভোটাররা জানান, এখন ডিজিটাল যুগ। তথ্যপ্রযুক্তিতের সাহায্যে প্রচারণা চালানো হচ্ছে, সেভাবে ফেসবুকের মাধ্যমে সবাই ভোটের বিষয়ে জেনে যাচ্ছি।
ভোটের সময়টাকে কাজে লাগিয়ে অনেকেই ছুটছেন পেশাদার কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে। ছাপাখানার মতো এই সময়টায় তাদেরও চাহিদা বেড়েছে।

মেয়র প্রার্থীর কন্টেন্ট ক্রিয়েটর সুজন মাহমুদ বলেন, বর্তমানে নির্বাচনে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব বেড়ে চলছে। এই ট্রেডিশিন চলে আসছে, আগে এটা ছিল না। যার কারণে এটা ভবিষ্যতে একটা পেশাদারিদত্বের জায়গা হতে পারে।

তবে সবারই প্রত্যাশা, উৎসবের যে রং ছুঁয়েছে প্রচারণায়, সে উৎসবের আমেজেই হবে ১ ফেব্রুয়ারির ভোট।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

পিতার স্বপ্ন পূরণে অনেকটাই এগিয়ে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জসিম উদ্দিন তালুকদার

Share the post

Share the postতৌহিদুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ আসন্ন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য রাঙ্গুনিয়া উপজেলার ১৫ নং লালানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চান রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দিন তালুকদার । আগাগোড়া আওয়ামী পরিবারের সন্তান ও নিজেকে একানিষ্ঠ বঙ্গবন্ধুর সৈনিক এবং ক্লিন ইমেজের ব্যাক্তিত্ব হিসেবে লালানগর ইউনিয়ন […]

পাপিয়া সুমনকে বিয়ে করেন গুলি করার হুমকি দিয়ে

Share the post

Share the postঅনলাইন ডেস্কঃ শামীমা নূর পাপিয়ার বিরুদ্ধে প্রতিদিনই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। এবার জানা গেল কীভাবে তিনি তার স্বামী মফিজুর রহমান চৌধুরী সুমন ওরফে মতি সুমনকে বিয়ে করেছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন ছিলেন পাপিয়ার বন্ধু। বন্ধু থেকে একপর্যায়ে সুমনের প্রেমিকা হন পাপিয়া। কিন্তু পাপিয়া বিয়ে করতে চাইলে কোনোভাবেই রাজি হচ্ছিলেন না সুমন। একপর্যায়ে […]