সাদমান, প্রিমন ও সিয়াম এর যৌথ উদ্যােগে আসহায়দের মাঝে ইফতার বিতরণ
নোমান বিন খুরশীদ (চট্টগ্রাম): নগরীর ২৪ ও ২৫ নং ওয়ার্ড সোনালি আবাসিক ও রামপুর এলাকার সাদমান পাশা ,ইশতিয়াক প্রিমন ও সামিউল কবির সিয়াম এর যৌথ উদ্যােগে অসহায় মানুষের মাঝে খাদ্য, ইফতারি ও ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। ইশতিয়াক প্রিমন বলেন, “আমরা সাধারণ দুস্থ মানুষের মধ্যে চাল-ডাল সহ দৈনন্দিন প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ করবো। আমরা সকল তরুণ প্রজন্মকে এভাবে অল্প অল্প করে এগিয়ে আসার আহ্বান করছি।” সাদমান পাশা জানান, “আমরা খেতে যতটা ভালোবাসি তার চেয়ে মানুষকে বেশি খাওয়াতে ভালোবাসি। ক্ষুধার জ্বালা মিটিয়ে মুখে হাসি ফুটানোই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। যতদিন সম্ভব সাধ্যের মধ্যে ততদিন করে যাবো।” সামিউল কবির সিয়াম জানান, “বর্তমানে এই ক্রান্তিলগ্নে আমাদের সকলের অসহায়দের পাশে দাঁড়ানো উচিত সাধ্যমতো। তাছাড়া সাধারণ মানুষ এর কাছে তার অনুরোধ কেউ যাতে অপ্রয়োজনে বাসা থেকে বের না হয়।” তাদের এই কার্যক্রমে আরো যাদের সহযোগিতায় ছিলো শাহারিয়ার আহমেদ, তাবিব, সাইফ, তোহা, রায়হান, নাফিজ, মাহতাব, নাফিস, আদনান, তাবিব, তোহা, রুদ্র, রকি, ওসামা বিন আলম, রাহাত, রিফাত, ইসাম, হান্নান ভাই, আবির হাসান, ফারুক মিয়া।