সোশ্যাল মিডিয়াতে ছোটবেলার ছবি পোস্ট করেন বলিউড-হলিউড খ্যাত অভিনেত্রী লিজা
বর্তমানে কানাডার বাসিন্দা তিনি। হলিউডের পাশাপাশি বলিউডেও বেশকিছু ছবিতে অভিনয় করেছেন লিজা। ২০০২ সালে আফতাব শিবদাসানির বিপরীতে ‘কসুর’ ছবিতে অভিনয় করেছিলেন। তারপর ২০০৫-এ জন আব্রাহামের বিপরীতে ‘ওয়াটার’, ২০১৬-তে ইশক ফরএভার, এছাড়াও আরও বেশকিছু বলিউডের ছবিতে অভিনয় করেছেন লিজা। পাশাপাশি, মডেলিং দুনিয়াতেও বেশ পরিচিত নাম তিনি।
সুনাম আছে লেখিকা হিসাবেও তবে অনেকেই হয়ত জানেন না লিজার বাড়ির এই পশ্চিমবঙ্গেই।
হ্যাঁ, ঠিকই শুনছেন, লিজা রে-এর বাবা হলেন বাঙালি। নাম, এল কে দত্ত। যাঁর বাড়ি হুগলির শ্রীরামপুরে। তবে লিজার মা পোল্যান্ডের বাসিন্দা, নাম জেনিফার দত্ত। লিজার পুরো নাম লিজা রানি রে। লিজার একদন ছোটবেলা কেটেছে শ্রীরামপুরের বাড়িতেই।
সম্প্রতি, সোশ্যাল মিডিয়াতে ছোটবেলার শ্রীরামপুরের বাড়ির কিছু মুহূর্ত শেয়ার করেছেন লিজা। যেখানে তাঁর বাবা-মা ছাড়াও শ্রীরামপুরে তাঁর কিছু আত্মীয়র ছবিও রয়েছে। – জি ২৪ঘন্টা