সুনামগঞ্জের শাল্লায় পুলিশ কে পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) ও সার্জিক্যাল মাস্ক দিলেন উপজেলা চেয়ারম্যান
তামিম রহমান চৌধুরী (সিলেট): বর্তমানে বিশ্বব্যাপী নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ মহামারি আকার ধারণ করেছে। কোভিড-১৯-এর ভয়াল থাবায় বিশ্ব আজ লন্ডভন্ড। সারা বিশ্বে প্রায় আড়াই লাখের মতো মানুষ ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে। খোদ মার্কিন যুক্তরাষ্ট্রও ঠেকাতে পারছে না দেশে মৃত্যুর মিছিল। করোনার হিংস্রতায় ইউরোপ ছিন্নভিন্ন। বিগত ১০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ সংকটে বিশ্বের তাবত্ উন্নত-সমৃদ্ধ দেশ হতভম্ব!ঘনবসতিপূর্ণ ১৬ কোটি জনসংখ্যার বাংলাদেশে করোনা ভাইরাস মোকাবিলা করা অন্যান্য দেশের চেয়ে ভিন্নতর। অর্থনৈতিকভাবে অসচ্ছল মানুষের কাছে একদিকে যেমন ত্রাণ পৌঁছে দিতে হচ্ছে, অন্যদিকে সম্ভাব্য বন্যার আগেই হাওরের ধান যথাসময়ে কাটার ব্যবস্থা নিতে হচ্ছে। আবার, শিল্প উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী, গার্মেন্টস কর্মী, পরিবহন শ্রমিক, দিনমজুর, কৃষিশ্রমিক ও রিকশা চালকসহ সবাই যেন তাদের স্ব স্ব ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারে, সেজন্য সরকারকে খাতভিত্তিক প্রণোদনা প্যাকেজ এবং আর্থিক সহায়তা দিতে হচ্ছে।

এজন্য দেশের প্রতিটি ওয়ার্ড থেকে শুরু করে রাজধানী পর্যন্ত বহুমাত্রিক কার্যক্রম পরিচালনা করছে সরকার। এ বিশাল কর্মযজ্ঞের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থেকে নেতৃত্ব দিচ্ছেন শাল্লা উপজেলা চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন)। এবং করোনা ভাইরাসে মাঠ পর্যায়ে বাংলাদেশ পুলিশ বাহিনীর কর্তব্যরত সদস্যদের , চিকিৎসকদের ,স্বাস্থ্য কর্মীদের ,সেচ্ছাসেবকদের পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) ও সার্জিক্যাল মাস্ক দিয়েছেন তিনি। এছাড়াও নিজে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে হাওড়ের শ্রমিক সংকটে থাকা কৃষকদের ধান কেটে বাড়ি পৌঁছে দেওয়া, নিজের ঘরের রান্না করা খাবার প্রতিবন্ধীদের প্রতিদিন খাওয়ানো তার কারনে সিলেট থেকে এসে স্বপরিবারে শাল্লায় অবস্থান করছেন এজন্য এলাকায় প্রচুর প্রশংসিত হচ্ছেন এমন মানবিক কাজের জন্য।