সৃজন সাহার গান মানবিক দুর্দিন
নিজস্ব প্রতিবেদন: করোনা ভাইরাসের ফলে সৃষ্ঠ দুর্দিনের চিত্র ফুটে উঠেছে মানবিক দুর্দিন গানে। গানটি গেয়েছেন কিশোর কণ্ঠশিল্পী সৃজন সাহা। গানটির কথা লিখেছেন অধম রাসেল, সঙ্গীত করেছেন সজীব দাস। সুর করেছেন সৃজন সাহা নিজে। গানটি প্রকাশ হয়েছে সৃজন সাহার নিজস্ব ইউটিউব চ্যানেলে।
সৃজন সাহা বলেন, গানটির কথা আমার খুব ভালো লেগেছে। গানটি ঘরে বসেই নির্মাণ করা হয়েছে। বাসার ছাদে ভিডিও করেছি। আর ভোকাল বাসা থেকে দিয়েছি। সজীব দাদা তার বাসার স্টুডিওতে কাজ করেছে। আমরা এই ঘরবন্দি সময়টা নিয়ে গান করেছি ঘরবন্দি থেকেই। গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে প্রত্যাশা। কেননা গানটি বর্তমান সময়কেই উপজীব্য করেই করা।
উল্লেখ্য সৃজন সাহার মিছে ভালোবাসা মিউজিক ভিডিও শ্রোতা ও বোদ্ধা মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। সে বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল নিয়মিত গান করছেন। খুব শীঘ্রই আরও কিছু গান করার কথাও জানায় সৃজন।