স্বস্তির সন্দ্বীপে অ-স্বস্তির বাতাস করোনা শনাক্ত -০১।
জামসেদ আলম (সন্দ্বীপ প্রতিনিধি):চট্টগ্রামের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে।করোনা আক্রান্ত ব্যাক্তিটির বাড়ি সন্দ্বীপের গাছুয়া ৩নং ওয়ার্ডস্থ খান সাহেবে বাড়ির বাসিন্দা।বিষয়টি নিশ্চিত করে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কর্মকতা ডাঃ ফজলুল করিম নিউজ চ্যানেল ২১কে বলেনঃ ২৫মে তার নমুনা আমরা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করেছি।সেই রিপোর্ট অনুসারে নাহিদ করোনা আক্রান্ত অথাৎ কোভিট১৯ পজিটিভ।আক্রান্ত ব্যক্তিটি মোঃ নাহিদ (২৪) পিতা জাকেরিয়া মেম্বার।এমন খবর আসার পর পর তাকে আইসোলেশনে নেওয়া হয়েছে।এদিগে আক্রান্ত ব্যাক্তি জানান,আমিতো গত তিনমাস যাবত সন্দ্বীপের বাহিরে কোথাও যায়নি এবং লক-ডাউন ঘোষনা অবস্থায় এলাকার বাহিরে যায়নি।ঠান্ডা পানি প্রাণ করার কারনে আমার সামান্য গলাব্যাথা ছিলো,গত ৭/৮ দিন আগে নমুনা সংগ্রহের স্বাস্থ্য বিভাগের গাড়ি আসলে আমি স্বেচ্ছায় নমুনা দিয়ে আসি।এখন গলাব্যাথা নেই।আমি স্বাভাবিকভাবে সুস্থ আছি কিন্তু হঠাৎ খবর পাইলাম আমি কোভিটে১৯ আক্রান্ত।এটা শুনে আমি বিস্মিত হয়েছি।এমন খবরে পুরো সন্দ্বীপবাসী আতংকিত।