ওমানের প্রবাসীদের পাশে দাঁড়ালেন গাউসিয়া কমিটি বাংলাদেশ।
শেখ মোহাম্মদ ফাহিম (ওমান প্রতিনিধি): দীর্ঘদিন লকডাউনে থাকা বাংলাদেশ প্রবাসীদের ভাইদের ভালোবাসার খাদ্যদ্রব্য উপহার প্রদান করেছে গাউছিয়া কমিটি বাংলাদেশ, ওমান- সাহাম, আল মেজাজ শাখা। আল মেজাজ শাখার পক্ষ থেকে জনাব হাজী মোহাম্মদ আলমগীর, জনাব মাওলানা মোহাম্মদ নাছের হোসাইন আল কাদেরী, জনাব মাওলানা নঈম উদ্দিন ক্বাদেরী, জনাব মাওলানা মোজাম্মেল হক, জনাব মুহাম্মদ শাহ আলম এর উপস্থিতিতে মোহাম্মদ মুসলিম উদ্দিন মুন্না, জনাব মোঃ জাহাঙ্গীর আলম 1, জনাব মোঃ জাহাঙ্গীর আলম, 2, মোহাম্মদ ইয়াসিন আরাফাত, মোঃ ফরিদ সওদাগর, মোহাম্মদ মঈনউদ্দীন, মোহাম্মদ ইরফান আলীর সার্বিক সহযোগীতায় নিকটতম কর্মহীন প্রবাসী এবং গাউছিয়া কমিটির ভাইদের মাঝে ভালোবাসার উপহার খাদ্য সামগ্রী তুলে দেন । এই প্রশংসনীয় উদ্যোগে ও সংশ্লিষ্টদের আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন “গাউছিয়া কমিটি বাংলাদেশ ওমান কেন্দ্রীয় পরিষদ “। এ সময় মহামারী দূর করা ও ওমান সরকার, নাগরিক, বাংলাদেশ সরকার এবং গাউছিয়া কমিটিসহ সকল বাঙ্গালি ভাইদের শারীরিক সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে মুনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ নঈম উদ্দিন ক্বাদেরী।