বিশ টাকায় ইফতার উদ্যোগে রাইজিং স্টার চ্যারিটির সাথে আছে ইভেন্ট প্লানার কনক।
এস এইচ জনি (ঢাকা প্রতিনিধি) : বছর ঘুরে আবারও এসেছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিএ মাহে রমজান। তবে অন্যান্য বারের থেকে এবারের রমজান একটু ভিন্নতর। বিশ্বব্যাপী মহামারী করোনার প্রভাবে কর্মজীবী শ্রমিকেরা, যার প্রভাব বাংলাদেশেও ব্যাপকভাবে পরীলক্ষিত হচ্ছে। তাই পবিএ রমজান মাসে, কর্মহীন মানুষদের যাতে না খেয়ে থাকতে না হয়, তাই তাদের পাশে দাড়িয়েছে রাইজিং স্টার চ্যারিটি বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা রাজিয়া হক কনক। তার কাছে জানতে চাইলে তিনি বলেন, বিশ টাকায় ইফতার এর নাম করনের উদ্দেশ্য হচ্ছে সবাইকে উৎসাহিত করা। একটু ভালো খাবার খাবার দিতে গেলে ২০ টাকাতে হয় না , কিন্তু আমরা এই বিশ টাকা নাম দিয়েছি যেন সব ধরনের মানুষ। এটায় অংশগ্রহন করতে পারে। এ বিষয়ে রাইজিং স্টার চ্যারিটির সিইও “আবির আহমেদ খান” বলেন, এই কার্যকর্ম পুরো মাসব্যাপী চলবে যদি সবাই এভাবে এগিয়ে আসে। প্রতিদিন কমপক্ষে ১০০ মানুষের খাবারের আয়োজন হচ্ছে, এবং এই খাবার নিজেদের বাসায় তৈরি হচ্ছে। আরও বলেন ৩য় দিনের মেন্যু- পোলাও চালের খিচুড়ি আর ডিম।আজকে আমরা সলিড খাবার দিব ভেবেছিলাম আলহামদুলিল্লাহ তাই করেছি।ভাজাপোড়া খাবার সবসময় খাওয়া ভাল না । দোয়া করবেন যেন আমরা স্বাস্থ্যকর ভালো খাবার দিতে পারি সবসময়। আমাদের উদ্দেশ্য মানুষের মুখে হাসি ফোটানো।যারা আমাদের পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই।এভাবে সবাই পাশে থাকলে রমজানের ৩০দিন মানুষকে খাবার দিতে পারবো। আপনারা অর্থ দিয়ে সাহায্য করতে পারেন, বাজার ও করে দিতে পারবেন বা নিজের হাতে রান্না করে আমাদের সাথে অসহায়দের কাছে পৌছিয়ে দিতে পারেন।সবাই মিলে একসাথে কাজ করলে সব কাজই সহজ হয়ে যায়। সবাই বাসায় থাকুন, নিরাপদে থাকুন।সবাই সবার জন্য দোয়া করুন। আর আশেপাশের মানুষকে সাহায্য করুন।আমাদের কাজ ভালো লাগলে অবশ্যই অন্যদের জানাবেন।