

কবির হোসেন রাকিব ,কমল নগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স ও ওয়ার্ড ইনচার্জ কুসুম রানী পাইকের বিরুদ্ধে পেয়িং বেডের ভাড়ার নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তুলেছেন এক রোগীর স্বজন। এ ঘটনায় স্বজনদের প্রতিবাদে হাসপাতালের ভিতরে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ অবস্থায় হঠাৎ সাংবাদিকরা উপস্থিত হলে কুসুম রানী অতিরিক্ত টাকা ফেরত দেন।সোমবার (৬ অক্টোবর) দুপুরে হাসপাতালের ভিতরে এ ঘটনা ঘটে।
এছাড়াও তার বিরুদ্ধে হাসপাতালে ভর্তিকৃত রোগী ও রোগীর স্বজনদের সঙ্গে দুর্ব্যবহার, রোগীদের সরকারি বরাদ্দকৃত ওষুধ না দেওয়া, ঔষধ গোপনে বিক্রি করা ও মোটা অংকের অর্থের বিনিময়ে নরমাল ডেলিভারি করানো সহ বিস্তর অভিযোগ রয়েছে।জানা যায়, উপজেলার চর লরেন্স ইউনিয়নের মমতাজ বেগম তার এক মাস বয়সী শিশুকে জ্বর ও ঠান্ডাজনিত সমস্যায় হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক শিশুটিকে দেখে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। পরামর্শ অনুযায়ী গত শুক্রবার শিশুটিকে হাসপাতালে ভর্তি করান তার মা মমতাজ বেগম। ভর্তি করার সময় নার্স কুসুম রানী পেয়িং বেডের অগ্রিম ভাড়া হিসেবে ৫০০ টাকা নেন।
সোমবার শিশুটির অবস্থার উন্নতি হলে ছাড়পত্র দেয় চিকিৎসক। শিশুর স্বজনরা ছাড়পত্র নেওয়ার সময় আরও ৪০০ টাকা আদায় করেন কুসুম রানী। নিয়মানুযায়ী ৩ দিনের পেয়িং বেডের ভাড়া হচ্ছে ১৭৫ টাকা করে মোট পাঁচশত পঁচিশ টাকা। কিন্তু কুসুম রানী ৯শত টাকা আদায় করায় অতিরিক্ত টাকা ফেরৎ চেয়ে প্রতিবাদ করেন শিশুর মা ও স্বজন নোমান। এসময় হাসপাতালে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে সাংবাদিকদের দেখে নার্স অতিরিক্ত টাকা ফেরত দেন।
শিশুটির খালু মোঃ নোমান বলেন, কুসুম রানীর এ ধরণের ঘটনা এবারই প্রথম নয়। সে রোগী ও রোগীর স্বজনদের জিম্মি করে এভাবে টাকা আদায় করেন।তিনি আরো বলেন, ১৭৫ টাকা করে ৩ দিনের ভাড়া ৫২৫ আসে কিন্তু তিনি আমাদের থেকে ৯শত টাকা আদায় করেছেন।এ বিষয়ে অভিযুক্ত কুসুম রানী পাইক পেয়িং বেডের নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, এটা মনের ভূলে হয়ে গেছে। টাকা ফেরত দিয়ে দিছি। এসময় তিনি অন্যান্য অভিযোগগুলো অস্বীকার করেন।
কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: মীর আমিনুল ইসলাম মঞ্জু বলেন, ঘটনাটি শুনেছি। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখা হবে। এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।