সাতক্ষীরা তালায় ৩ লক্ষ টাকার ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে গোপালগঞ্জ বিজয়ী

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : মাদককে না বলুন, খেলার মাঠে ফিরে আসুন এই স্লোগানে তালায় ৩ লক্ষ টাকার ৮দলীয় ফুটবল টুর্নামেন্ট দ্বিতীয় সেমিফাইনাল খেলায় গোপালগঞ্জ ভাজন্দি শিকদার ফুটবল একাডেমি ২-০ গোলে বিজয়ী হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) বিকেল ৪টা ৩০মিনিটে ছায়াবিথী সংগঠনের আয়োজনে চরগ্রাম কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় এতে মুখোমুখি হয় সাতক্ষীরা এআর স্পোর্টিং ক্লাব বনাম ভাজন্দি শিকদার ফুটবল একাডেমি, গোপালগঞ্জ।
খেলায় জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছায়াবিথী সংগঠনের প্রধান উপদেষ্টা এম. মফিদুল হক লিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে উদ্বোধন ঘোষণা করেন তালা উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি শেখ আনারুল ইসলাম আনু।
ছায়াবিথী সংগঠনের সাধারণ সম্পাদক নাসির নাহিদের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা বাজার বণিক সমিতির আহবায়ক মো. নুরুল ইসলাম, কলারোয়া উন্নয়ন পরিষদের নির্বাহী পরিচালক শেখ আব্দুস ছালাম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা মারুফুল ইসলাম মারুফ। সমগ্র টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তালা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ছায়াবিথী সামাজিক সংগঠনের সভাপতি মো. সাইদুর রহমান সাইদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ছায়াবিথী সংগঠনের ময়েজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, সার্জেন্ট আ. রহিম, জাহাঙ্গীর হোসেন, কবির, রাশেদুল, সিদ্দিক, আফজাল হোসেন, তালা থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জর্জ আব্রাহম রাসেল, তালা সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শেখ সিদ্দিক প্রমুখ।
উত্তেজনাপূর্ণ খেলায় শুরু থেকে শেষ পর্যন্ত দুই দলের আক্রমণ-প্রতিআক্রমণে মাঠে সৃষ্টি হয় টানটান উত্তেজনা। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে সাতক্ষীরা এ. আর. স্পোর্টিং ক্লাব কে ২-০ গোলে পরাজিতে হয়। ফলে গোপালগঞ্জ ভাজন্দি শিকদার ফুটবল একাডেমি বিজয়ী হয়ে ফাইনালে উঠার গৌরব অর্জন করে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

রামগতিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই বাড়ির দুপক্ষের মারামারি, আহত-১০

Share the post

Share the postকবির হোসেন রাকিব,রামগতি(লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরে রামগতিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই বাড়ীর দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৮জন আহত হয়েছে।গতকাল সোমবার সকালে ঘটনাটি ঘটেছে আলেকজান্ডার ইউনিয়নের সবুজগ্রাম ৬নং ওয়ার্ডের মিজি কলোনী সংলগ্ন মিজি বাড়ীতে। এ ঘটনায় উভয় পক্ষের লোকজন রামগতি থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে। স্থানীয়রা জানায়, ওহাব […]

সোনারগাঁ নৌ পুলিশের সাথে মেঘনা নদীতে চাঁদাবাজদের সাথে সংঘর্ষ পুলিশ সহ আহত ৫

Share the post

Share the postফাহাদ, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে চাঁদাবাজি ঠেকাতে অভিযান চালাতে গিয়ে পুলিশের সঙ্গে চাঁদাবাজ চক্রের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সোনারগাঁ উপজেলার মেঘনা নদীর নুনেরটেক এলাকায়।প্রত্যক্ষদর্শী সূত্রে […]