

সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : মাদককে না বলুন, খেলার মাঠে ফিরে আসুন এই স্লোগানে তালায় ৩ লক্ষ টাকার ৮দলীয় ফুটবল টুর্নামেন্ট দ্বিতীয় সেমিফাইনাল খেলায় গোপালগঞ্জ ভাজন্দি শিকদার ফুটবল একাডেমি ২-০ গোলে বিজয়ী হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) বিকেল ৪টা ৩০মিনিটে ছায়াবিথী সংগঠনের আয়োজনে চরগ্রাম কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় এতে মুখোমুখি হয় সাতক্ষীরা এআর স্পোর্টিং ক্লাব বনাম ভাজন্দি শিকদার ফুটবল একাডেমি, গোপালগঞ্জ।
খেলায় জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছায়াবিথী সংগঠনের প্রধান উপদেষ্টা এম. মফিদুল হক লিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে উদ্বোধন ঘোষণা করেন তালা উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি শেখ আনারুল ইসলাম আনু।
ছায়াবিথী সংগঠনের সাধারণ সম্পাদক নাসির নাহিদের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা বাজার বণিক সমিতির আহবায়ক মো. নুরুল ইসলাম, কলারোয়া উন্নয়ন পরিষদের নির্বাহী পরিচালক শেখ আব্দুস ছালাম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা মারুফুল ইসলাম মারুফ। সমগ্র টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তালা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ছায়াবিথী সামাজিক সংগঠনের সভাপতি মো. সাইদুর রহমান সাইদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ছায়াবিথী সংগঠনের ময়েজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, সার্জেন্ট আ. রহিম, জাহাঙ্গীর হোসেন, কবির, রাশেদুল, সিদ্দিক, আফজাল হোসেন, তালা থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জর্জ আব্রাহম রাসেল, তালা সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শেখ সিদ্দিক প্রমুখ।
উত্তেজনাপূর্ণ খেলায় শুরু থেকে শেষ পর্যন্ত দুই দলের আক্রমণ-প্রতিআক্রমণে মাঠে সৃষ্টি হয় টানটান উত্তেজনা। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে সাতক্ষীরা এ. আর. স্পোর্টিং ক্লাব কে ২-০ গোলে পরাজিতে হয়। ফলে গোপালগঞ্জ ভাজন্দি শিকদার ফুটবল একাডেমি বিজয়ী হয়ে ফাইনালে উঠার গৌরব অর্জন করে।