মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা আজ থেকেই।

Share the post
মো: সাদেকুর রহমান,বরগুনা : ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আজ (৩ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হচ্ছে মা ইলিশ সংরক্ষণ অভিযান। নদী-সাগরে ইলিশসহ সব ধরনের মাছ ধরা, পরিবহন, বাজারজাত ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত।
প্রজনন মৌসুমে ২২ দিনের জন্য এই নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। অভিযানে মৎস্য কর্মকর্তাদের পাশাপাশি আইন-শৃঙ্খলাবাহিনী, নৌ পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনী কাজ করবে।
নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলেদের সহায়তায় ভিজিএফ কর্মসূচির আওতায় প্রতি পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে।
 বরগুনার ইলিশ অভয়াশ্রম এলাকা জেলার উপকূলীয় নদী তীরবর্তী জেলেপল্লীতে জেলেদের নিয়ে মাছ ধরার নিষেধাজ্ঞা অবহিতকরণ সভা ও লিফলেট বিতরণ এবং মাইকিংসহ ব্যাপক প্রচার চালানো হচ্ছে।
জেলা মৎস্য কর্মকর্তা মো: মহসিন বলেন অভিযান চলাকালে কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। অবরোধের সময় জেলেদের ২৫ কেজি করে চালের সহায়তা দেয়া হবে।
প্রজননের সময় হলে সাগর থেকে পদ্মা-মেঘনাসহ আশপাশের উপকূলের নদ-নদীতে চলে আসে ইলিশ। আর এ সময়টাতে ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে নিষেধাজ্ঞা দেওয়া হবে,যা আজ থেকে শুরু হচ্ছে।
জেলা প্রশাসক মোঃ শফিউল আলম বলেন মা ইলিশ সংরক্ষণের জন্য ২৮ সেপ্টেম্বর জেলায় টাস্কফোর্স  গঠন করা হয়েছে,জেলার নৌবাহিনীর কন্টিনজেন্ট আইন-শৃঙ্খলা জনিত সকল সহযোগিতা প্রদান করবে, নৌ-পুলিশ ও কোস্টগার্ড নিয়মিত অভিযান পরিচালনা করবে,সকল উপজেলায় অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে,
নদী উপকূলের দুর্গম অঞ্চলে কোস্টগার্ড বন বিভাগ ও আনসার এর সমন্বয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে,জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করবে,  আইন-শৃঙ্খলা বাহিনী নৌ পুলিশ আনসার ও বাংলাদেশ কোস্টগার্ড সকল উপজেলার মৎস্য অভিযানের কাজে সার্বিক সহযোগিতা প্রদান করবে।
মা ইলিশ রক্ষার অভিযান সফল করতে তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

দশম শ্রেণীর ছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও।

Share the post

Share the post‎মো: সাদেকুর রহমান, বরগুনা :বরগুনার আমতলীতে দুই সন্তানের জনক নিয়াজ মোর্শেদ নাদিম (৪০) নামক এক স্কুল শিক্ষক দশম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে উধাও হওয়ার ঘটনায় তার ৮ বছরের ছেলে আরহাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন পোস্ট দেয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ‎‎ফেসবুক পোস্টে আট বছরের শিশু আরহাম তার বাবাকে উদ্দেশ্য করে লিখেছে— বাবা, তুমি […]

বরগুনায় ডেঙ্গু সংক্রমণে নতুন করে ভর্তি ৩৯, আক্রান্ত ছাড়ালো ৭৫৫২ জনে

Share the post

Share the postমো: সাদেকুর রহমান   , বরগুনা সদর: ডেঙ্গু যেন বরগুনাবাসীকে ছাড়ছেই না। প্রতিদিনই নতুন নতুন রোগী আক্রান্ত হচ্ছেন। যদিও আক্রান্তের হার কিছুটা কমেছে, তবুও প্রতিদিনই রোগী শনাক্ত হচ্ছে। সিভিল সার্জন অফিসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৩৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে তারা সবাই বরগুনার সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। সরকারি হিসাব […]