নরসিংদীতে লুন্ঠিত মালামালসহ ৭ ডাকাত গ্রেফতার
আশিকুর রহমান নরসিংদী :-নরসিংদী সদর উপজেলার মাধবদীতে ডাকাতির ঘটনায় লুন্ঠিত মালামাল সহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন, নরসিংদীর পলাশ উপজেলার তালতলী গ্রামের মৃত আলেক মিয়ার ছেলে কাজল মিয়া (৫০), একই উপজেলার কাজীরচর গ্রামের কাইয়ুম মিয়ার ছেলে সাগর মিয়া (২২) একই গ্রামের আশরাফুল আলমের ছেলে মৃদুল হাসান (২০), বাচ্চু মিয়ার ছেলে সুজন মিয়া (২০), এবাদুল্লাহর ছেলে মনির হোসেন (৩৮), জয়নগর গ্রামের বিজয় দাসের ছেলে হীরানাথ দাস (৪২):এবং সদর উপজেলার মাধবদী থানাধীন কান্দাপাড়া গ্রামের মুছা মিয়ার ছেলে শরিফুল ইসলাম (২৬)। এসময় তাদের কাছে থেকে ডাকাতির লুন্ঠিত ৭ আনা ৭ পয়েন্ট স্বর্ণালংকার ও নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাতে মাধবদীর কান্দাপাড়া গ্রামের একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুর সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের সাত সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতির লুন্ঠিত মালামাল ও নগদ টাকা উদ্ধার করা হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ডাকাতি, ছিনতাই, সন্ত্রাস ও আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটেবএমন সংগঠিত অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশ সবসময় কঠোর অবস্থানে রয়েছে। এরই ধারাবাহিকতায়
পুলিশ সুপার মেনহাজুল আলম স্যারের নির্দেশে অল্পসময়ের মধ্যে অপরাধী গ্রেফতার করতে সক্ষম হই। পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত। আইনশৃঙ্খলা অবনতি ঘটাবে এমন ঘটনায় জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।