

মো হিমেল মিয়া। মনোহরদী নরসিংদী: নরসিংদীর মনোহরদীতে প্রেমিকের প্রতারণা ও ব্ল্যাকমেইলের শিকার হয়ে ফাহমিদা সুলতানা মিম (২০) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার লেবুতলা ইউনিয়নের দক্ষিণ নরেন্দ্রপুর গ্রামে। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
মিম দক্ষিণ নরেন্দ্রপুর গ্রামের বকুল মিয়ার মেয়ে। এ ঘটনায় মিমের মা বাদী হয়ে ২৯ সেপ্টেম্বর মনোহরদী থানায় মামলা দায়ের করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুর আগে মিম তার ফেসবুক আইডিতে একটি সুইসাইড নোট পোস্ট করেন। সেখানে তিনি উপজেলার চরমান্দালীয়া গ্রামের জালাল উদ্দিন জালুর ছেলে পারভেজকে আত্মহত্যার জন্য দায়ী করেন।
সুইসাইড নোটে মিম উল্লেখ করেন—
“আমার মৃত্যুর জন্য পারভেজ দায়ী। তার সঙ্গে চার বছরের সম্পর্ক ছিল। বিবাহের প্রলোভন দেখিয়ে সে শারীরিক সম্পর্ক গড়ে তোলে এবং বিভিন্ন ভিডিও সংরক্ষণ করে আমাকে দীর্ঘদিন ব্ল্যাকমেইল করেছে। বিয়ের প্রস্তাব দিলে সে তা প্রত্যাখ্যান করে। তাই আমি এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।”
এই মর্মান্তিক ঘটনার পর স্থানীয় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। মিমের পরিবার ও এলাকাবাসী অভিযুক্ত পারভেজের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।